Friday 21 Feb 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অপারেশন ডেভিল হান্ট: সুনামগঞ্জে আ.লীগ ও শ্রমিক লীগ নেতা গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৯ ফেব্রুয়ারি ২০২৫ ১৭:৪৮

আওয়ামী লীগ নেতা মো. শাহিনুর ও শ্রমিক লীগ নেতা লিটন মিয়া।

সুনামগঞ্জ: সুনামগঞ্জ অপারেশন ডেভিল হান্টে আওয়ামী লীগ ও শ্রমিক লীগের দুই নেতাকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার রাত থেকে বুধবার (১৯ ফেব্রুয়ারি) দুপুর পর্যন্ত অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- তাহিরপুর সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. শাহিনুর (৫২) ও ছাতক উপজেলা শ্রমিক লীগের যুগ্ম আহ্বায়ক লিটন মিয়া (৩৫)।

সুনামগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ও অপরাধীদের গ্রেফতারে বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

সারাবাংলা/এসআর

অপারেশন ডেভিল হান্ট গ্রেফতার সুনামগঞ্জ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর