Saturday 22 Feb 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাজার তদারকি টিমের অভিযান, ৬৫০০ টাকার জরিমানা

স্পেশাল করেসপন্ডেন্ট
১৯ ফেব্রুয়ারি ২০২৫ ১৭:৫২ | আপডেট: ১৯ ফেব্রুয়ারি ২০২৫ ১৭:৫৯

বিভিন্ন স্থানে অভিযান চালায় বাণিজ্য মন্ত্রণালয় গঠিত তদারকি টিম

ঢাকা: নিত্যপণ্যের মূল্য স্থিতিশীল রাখা ও বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণে বাণিজ্য মন্ত্রণালয় গঠিত তদারকি টিম রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে নানা অভিযোগে ৬ হাজার ৫০০ টাকা জরিমানা করেছে। মোট ৭ প্রতিষ্ঠানকে এই জরিমানা করা হয়।

বুধবার (১৯ ফেব্রুয়ারি) বাণিজ্য মন্ত্রণালয় থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, রাজধানীর মোহাম্মদপুর টাউন হল কাঁচাবাজার ও মালিবাগ বাজারে বাণিজ্য মন্ত্রণালয়ের কর্মকর্তাদের নেতৃত্বে এ তদারকি কার্যক্রম পরিচালিত হয়। মোহাম্মদপুর টাউন হল কাঁচাবাজার তদারকি টিমের নেতৃত্ব দেন বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব জান্নাতুল ফেরদৌস।

এ সময় নিত্যপণ্যের মধ্যে চাল,ডাল, ডিম ও মুরগীর বাজারে তদারকি করা হয়। টিমের সদস্যগণ মূল্য তালিকা টাঙানোসহ পণ্য ক্রয় বিক্রয়ের রশিদ খতিয়ে দেখেন। এ সময় মূল্য তালিকা সঠিকভাবে না টাঙানো ও ক্রয় রশিদ সংরক্ষণ না করায় প্রতিষ্ঠানগুলোকে সতর্ক করার পাশাপাশি পাঁচ প্রতিষ্ঠানকে তিন হাজার পাঁচশত টাকা জরিমানা করা হয়।

এ ছাড়া মালিবাগ বাজারে বিভিন্ন অনিয়মের কারণে দুটি প্রতিষ্ঠানকে তিন হাজার টাকা জরিমানা করা হয়। তদারকিতে নেতৃত্বে দেন বাণিজ্য মন্ত্রণালয়ের সহকারী সচিব মো. আব্দুল কাদের।

অভিযানে বাণিজ্য মন্ত্রণালয়ের আওতাধীন বিভিন্ন বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সারাবাংলা/জেআর/এসডব্লিউ

বাজার তদারকি বাণিজ্য মন্ত্রণালয়

বিজ্ঞাপন

২২তম দিনে নতুন বই এলো ১৪৪টি
২২ ফেব্রুয়ারি ২০২৫ ২৩:৪৫

আরো

সম্পর্কিত খবর