দেশকে নেতৃত্ব দেওয়ার জন্য তৈরি হচ্ছেন তারেক রহমান: ফখরুল
২০ ফেব্রুয়ারি ২০২৫ ০৮:৩৭
ঢাকা: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, তারেক রহমান নিজেকে তৈরি করছেন দেশে আসার পরে তিনি কিভাবে এ দেশের নেতৃত্ব দিবেন।
বুধবার (১৯ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বাংলা একাডেমিতে, ‘তারেক রহমান সংগ্রাম ও রাজনৈতিক যাত্রা’ শীর্ষক গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
মির্জা ফখরুল বলেন, ইতিমধ্যেই তার সঙ্গে আমার কথা হয়েছে। লন্ডনেও দুইবার দেখা হয়েছে। আমি দেখেছি যে তিনি নিজেকে তৈরি করছেন এবং আমি বিশ্বাস করি তারেক রহমানের নেতৃত্বে একটি সঠিক পথে এ দেশের জাতি এগোতে যাচ্ছে।
তিনি আরও বলেন, তারেক রহমানের প্রতিটি বক্তব্যই গঠনমূলক বক্তব্য। কোনও বিভক্তি সৃষ্টি, ইস্যু সৃষ্টি বা কোনো অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করার মতো কোনও কথা তিনি বলেন না। একটা ইউনিটি তৈরি করে জাতিকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য গঠনমূলক বক্তব্য তিনি দিয়ে যাচ্ছেন প্রতিদিন প্রতিমুহূর্ত।
মহাসচিব বলেন, অন্যদিকে কেউ কেউ চেষ্টা করছেন এটা ভেঙে দেওয়ার জন্যে। কেউ কেউ চেষ্টা করছেন একটা অস্থিতিশীল এবং নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টি করতে।
খুলনায় ঘটে যাওয়া ঘটনাকে দুঃখজনক মন্তব্য করে তিনি বলেন, আমি প্রত্যাশা করি যে সুষ্ঠু তদন্ত করা হবে। কেননা পরের দিকে আমরা দেখেছি যে সোশ্যাল মিডিয়ায় এসেছে শুরুটা কাদের দিয়ে হয়েছে। গণতন্ত্রের কথা বলবেন অথচ আমার মত প্রচার করতে গেলে সেখানে আটকাবেন- এই ধরনের মানসিকতা নিয়ে কখনো মহৎ কিছু করা যাবে না।
আবারও তারেক রহমানের নেতৃত্বের ইস্যুতে মির্জা ফখরুল বলেন তারেক রহমান সাহেব আমাদের নেতা। আমাদের আশা এবং এখনকার জন্য আমাদের ভরসা। আমরা সবাই অপেক্ষা করছি সেই মুহূর্তের জন্য।
সারাবাংলা/এফএন/এনজে