Friday 21 Feb 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

৯ মামলার আসামির ২ হাতের কবজি কেটে নিল দুর্বৃত্তরা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২০ ফেব্রুয়ারি ২০২৫ ১৬:৪৩ | আপডেট: ২০ ফেব্রুয়ারি ২০২৫ ১৭:১৭

আহত আশরাফুল।

পাবনা: পাবনার সাঁথিয়া উপজেলায় চুরি-ডাকাতিসহ নয় মামলার ওয়ারেন্টভুক্ত আসামি আশরাফুল (৩০) নামে এক যুবকের দুই হাতের কব্জি কেটে নিয়ে গেছে দুর্বৃত্তরা।

বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে সাঁথিয়া পৌরসভার টেলিফোন এক্সচেঞ্জ অফিসের পাশে এ ঘটনা ঘটে। ঘটনাস্থলে পুলিশ গেলেও হাতের কবজির সন্ধান পায়নি।

আহত মো. আশরাফুল সাঁথিয়া উপজেলা কলেজপাড়া মহল্লার নুর ইসলামের ছেলে।

স্বজনরা জানান,পূর্ব শত্রুতার জের ধরে এ ঘটনা ঘটেছে। ঘটনার সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানান তারা।

সাঁথিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইদুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘আশরাফুল একজন ওয়ারেন্টভুক্ত আসামি। তার বিরুদ্ধে থানায় নয়টি মামলা রয়েছে। এ ব্যাপারে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

সারাবাংলা/এসআর

২ হাতের কবজি ৯ মামলার আসামি দুর্বৃত্ত পাবনা সাঁথিয়া উপজেলা সারাবাংলা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর