Sunday 20 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কম খরচে লোক পাঠাচ্ছে বোয়েসেল, বাতিল চায় রিক্রুটিং এজেন্সি

স্পেশাল করেসপন্ডেন্ট
২০ ফেব্রুয়ারি ২০২৫ ১৭:০৭ | আপডেট: ২০ ফেব্রুয়ারি ২০২৫ ১৮:০০

ঢাকা: বেসরকারি রিক্রুটিং এজেন্সিগুলোর চেয়ে অনেক কম খরচে লোক পাঠাতে পারে সরকারি প্রতিষ্ঠান বোয়েসেল। সরকাররি পদ্ধতিতে কর্মী পাঠাতেও কম খরচ হয়। এরই মধ্যে ব্রুনাইসহ কয়েক দেশে এ পদ্ধতিতে কর্মী পাঠানোর উদ্যোগ নিয়েছে বৈদেশিক কর্মসংস্থান ও প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়। বেসরকারি রিক্রুটিং এজেন্সিগুলো সরকারের এই উদ্যোগ বাতিল চায়।

বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) এই দাবিতে মানববন্ধন করেছে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সির (বায়রা) সদস্যরা।

বিজ্ঞাপন

রাজধানীর কাকরাইলে জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো (বিএমইটি) ভবনের সামনে মানববন্ধনে বক্তারা বলেন, ব্রুনাইয়ের শ্রমবাজার আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্ত বাজারটিতে এককভাবে গত ২ বছর থেকে বোয়েসেল লোক পাঠিয়ে যাচ্ছে। তারা কোটা ফিলাপ করতে পারছে না। গত বছর মাত্র ১৭০ জন লোক পাঠিয়েছে। আমরাও বাজারটিতে লোক পাঠাতে পারছি না। বাজারটি উন্মুক্ত হলে আমরা যারা রিক্রুটিং এজেন্সি আছি, প্রতি বছর ৫০ হাজার লোক পাঠাতে পারবো।

তারা আরও বলেন, বোয়েসেল কম টাকায় নেওয়ার কথা বলে। অথচ ৩ থেকে ৪ লাখ টাকায় লোক পাঠায় বলেও অভিযোগ করে তারা। আমরা অনেক টাকা দিয়ে লাইসেন্স করেছি। এখন নানা সমস্যায় জর্জরিত। অফিসের ভাড়া, কর্মীদের বেতন দিতে পারছি না।

মানববন্ধনে মক্কা ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের প্রোপাইটর রেদোয়ান হোসাইন বলেন, ‘গভমেন্ট টু গভমেন্ট লোক পাঠানো বন্ধ করা দরকার। বোয়েসেল একক সুবিধা নিচ্ছে। তারা বিভিন্ন দেশে এককভাবে লোক পাঠাচ্ছে। এখানে সিন্ডিকেট রয়েছে। এতে জড়িত ব্রুনাই হাইকমিশনের কিছু লোক। আমরা চাই সব রিক্রুটিং এজেন্সি মালিক ব্রুনাই শ্রমবাজার নিয়ে কাজ করুক। দেশে ৩০০০ লাইসেন্সধারী এজেন্সি রয়েছে কিন্তু তারা কর্মী পাঠাতে পারছে না বলে জানান তারা।

বিজ্ঞাপন

সরকারি উদ্যোগ বাতিলের দাবিতে দেওয়া স্মারকলিপিতে আরও বলা হয়, বোয়েসেলের অদক্ষতা ও দায়সারা তৎপরতায় এক বছরে মাত্র ২০০ শ্রমিক সরবরাহ করে দেশের রেমিট্যান্সে মারাত্মক কুফল ডেকে এনেছে। অথচ আমরাই রিক্রুটিং এজেন্সি মালিকরা ব্রুনাইয়ের শ্রমবাজার সৃষ্টি করেছি। বর্তমানে সব শ্রমবাজার সিন্ডিকেট ও বোয়েসেল কর্তৃক কুক্ষিগত হওয়ার কারণে আমরা পরিবার পরিজন ও কর্মচারীসহ অভাব অনটনে দিনাতিপাত করছি। এ অবস্থায় সিন্ডিকেট ও বোয়েসেল-মুক্ত শ্রমবাজারসহ দেশ ও দশের সার্বিক কল্যাণে ব্রুনাই শ্রমবাজার উন্মুক্ত করার জন্য পুনরায় জোরালোভাবে অনুরোধ করছি।

সারাবাংলা/জেআর/এমপি

বোয়েসেল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর