Sunday 23 Feb 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চট্টগ্রামে শহিদ মিনারে আসা-যাওয়া যে পথে

স্পেশাল করেসপন্ডেন্ট
২০ ফেব্রুয়ারি ২০২৫ ১৭:১৩ | আপডেট: ২০ ফেব্রুয়ারি ২০২৫ ১৭:২৪

যানবাহন চলাচলের মানচিত্র

চট্টগ্রাম ব্যুরো: মহান শহিদ দিবসে চট্টগ্রামের কেন্দ্রীয় শহিদ মিনারে শ্রদ্ধা জানানোর জন্য প্রবেশ এবং বের হওয়ার রূটম্যাপ দিয়েছে নগর পুলিশের ট্রাফিক বিভাগ।

বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) গণমাধ্যমে পাঠানো চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আজ (বৃহস্পতিবার) রাত ১০টা থেকে নগরীর বৌদ্ধ মন্দির থেকে বোস ব্রাদার্স, আমতল থেকে রাইফেল স্কয়ার, তিনপুল থেকে রাইফেল স্কয়ার, জহুর হকার্স মার্কেট থেকে সিনেমা প্যালেস, লালদিঘীর পাড়ে সোনালী ব্যাংক মোড় থেকে সিনেমা প্যালেস, আবার সিনেমা প্যালেস থেকে আন্দরকিল্লামুখী কাটা পাহাড় রোডে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ থাকবে।

বিজ্ঞাপন

বৌদ্ধমন্দির, আমতল, তিনপুল, জহুর হকার্স মার্কেট, সোনালী ব্যাংক, সিনেমা প্যালেস কাটা পাহাড় রাস্তার মুখে রোড ব্লক স্থাপন করে যানবাহনগুলোকে ডাইভারশন দেওয়া হবে।

শহিদ মিনারে পুস্পস্তবক অর্পণ করতে আসা সকল গুরুত্বপূর্ণ ব্যক্তি ও সরকারি কর্মকর্তাদের গাড়ি কাজির দেউড়ি থেকে নেভাল ক্রসিং, লাভলেইন, বৌদ্ধমন্দির, বোস ব্রাদার্স হয়ে রাইফেল ক্লাব মোড়ে থামবে। তাদের পায়ে হেঁটে শহিদ মিনারে প্রবেশ করে ফুল দিয়ে আবার রাইফেল স্কয়ারের দিকে বের হতে বলা হয়েছে। রাইফেল ক্লাবের মাঠে গাড়ি রাখার স্থান নির্ধারণ করা হয়েছে।

অপরদিক থেকে আসা গাড়িগুলো নিজ নিজ সুবিধা অনুযায়ী গোলাম রসূল মার্কেটের সামনে আমতল, নিউ মার্কেট মোড়, লালদীঘি এলাকায় সুবিধাজনক স্থানে থামবে। সেখানেই গাড়ি রাখা যাবে।

বিভিন্ন অনুষ্ঠানকেন্দ্রিক গাড়ি নগরীর লালদিঘীর পাড় থেকে কোতোয়ালী, নিউমার্কেট থেকে কোতোয়ালী মোড়, এনায়েত বাজার জুবিলী রোড এবং বৌদ্ধমন্দির থেকে চেরাগী পাহাড় রাস্তায় রাখা যাবে।

বিজ্ঞাপন

বৌদ্ধমন্দির, লালদিঘী, কোতোয়ালী, নিউমার্কেট এলাকা থেকে যারা আসবেন, তাদের সিনেমা প্যালেস হয়ে শহিদ মিনারে প্রবেশ করতে বলা হয়েছে। তাদের বের হতে হবে রাইফেল স্কয়ার দিয়ে।

পদযাত্রা ও প্রভাতফেরিতে অংশগ্রহণকারীদের রাস্তায় যানবাহন চলাচলে বিঘ্ন না ঘটিয়ে সুশৃঙ্খলভাবে আসা-যাওয়া করতে বলা হয়েছে সিএমপির বিজ্ঞপ্তিতে।

সারাবাংলা/আরডি/এসআর

সারাবাংলা/এসআর

চট্টগ্রাম চট্টগ্রাম শহিদ মিনার শহিদ মিনারে আসা-যাওয়ার পথ সারাবাংলা

বিজ্ঞাপন

ঢাকার পথে কুয়েটের শিক্ষার্থীরা
২৩ ফেব্রুয়ারি ২০২৫ ০৮:৫০

আরো

সম্পর্কিত খবর