Saturday 22 Feb 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাঙ্গামাটিতে বাস উলটে আহত ১৫

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২০ ফেব্রুয়ারি ২০২৫ ১৮:০৪

উলটে যাওয়া যাত্রীবাহী বাস। ছবি: সারাবাংলা।

রাঙ্গামাটি: রাঙ্গামাটি সদরের সাপছড়ি ইউনিয়নে চট্টগ্রামগামী একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে উলটে অন্তত ১৫ জন যাত্রী আহত হয়েছেন।

বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) দুপুর আনুমানিক ২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, বাস উলটে যাওয়ার ঘটনায় জুয়েল দাশ নামের এক যাত্রীর পা বাসের নিচে আটকা পড়ে। পরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। আহতদের মধ্যে তিনজনকে রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যরা স্থানীয় ক্লিনিকে চিকিৎসা নিয়েছেন।

সড়ক দুর্ঘটনায় আহত নয়ন গুহ জানান, গাড়িটি খুব দ্রুত গতিতে চলছিল। সাপছড়ি এলাকায় পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে পাহাড়ের গায়ে ধাক্কা লেগে উলটে যায়।

রাঙ্গামাটি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সাব অফিসার মো. ছিদ্দিকুর রহমান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

সারাবাংলা/এসআর

বাস উলটে আহত ১৫ রাঙ্গামাটি সড়ক দুর্ঘটনা সারাবাংলা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর