শিশুকন্যাকে পুড়িয়ে মারে মা, নানি দেখে ফেলায় তাকেও হত্যা
২০ ফেব্রুয়ারি ২০২৫ ১৯:৩৬ | আপডেট: ২০ ফেব্রুয়ারি ২০২৫ ২২:০০
সাতক্ষীরা: শান্তা পারভীন (৩০) নামের এক নারী তার তিন মাস বয়সী শিশুকন্যাকে পুড়িয়ে হত্যা করে। এ ঘটনা দেখে ফেলায় নিজ মা’কে (নিহত শিশুর নানিকে) লাঠি দিয়ে আঘাত করলে তারও মৃত্যু হয়। ঘটনার পর শান্তাকে আটক করেছে পুলিশ। ভাই-ভাবির দাবি অভিযুক্ত শান্তা মানসিক রোগী।
বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) বিকেলে সাতক্ষীরা সদর উপজেলার নুনগোলা গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন— শান্তা পারভীনের মেয়ে আশরাফী (৩ মাস) ও শান্তার মা হোসনেয়ারা বেগম (৬৫)।
আটক শান্তা পারভীন সদর উপজেলার নুনগোলা গ্রামের মৃত খোদাবাক্স দালাল মেম্বরের মেয়ে। সে একই উপজেলার কুশখালী এলাকার আজহারুল ইসলামের স্ত্রী।
স্থানীয়রা জানান, বিকেলে শান্তা পারভীন তার মেয়েকে চুলার আগুনে পুড়িয়ে হত্যা করে। এ সময় শান্তার মা বিষয়টি দেখে ফেলার কারণে শান্তা তার মাকে লাঠি দিয়ে মাথায় আঘাত করলে তিনি ঘটনাস্থলে মারা যান।
স্বজনরা জানান, বুধবার স্বামীর সঙ্গে মেয়ে আশরাফীকে নিয়ে বাবার বাড়িতে আসেন শান্তা। বৃহস্পতিবার সকালে শশুরবাড়ি থেকে নিজ বাড়িতে চলে যান আজহারুল ইসলাম।
শান্তার ভাই মহাসিন ও ভারি নিলুফা ইয়াসমিন দাবি করেন শান্তা মানসিক রোগী।
সাতক্ষীরা সদর থানার উপ-পরিদর্শক (এসআই) শিবলুর রহমান জানান, শান্তা তার শিশুকন্যাকে জ্বলন্ত চুলার মধ্যে ফেলে দেয়। এ সময় তার মা (শিশুর নানি) বাধা দিলে লাঠি দিয়ে আঘাত করলে ঘটনাস্থলে মারা যান হোসনেয়ারা খাতুন। শান্তাকে আটক করা হয়েছে। মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সারাবাংলা/এসআর