Friday 21 Feb 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পার্বত্য চট্টগ্রামের প্রথম সংবাদপত্র গিরিদর্পণ সম্পাদক আর নেই

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২০ ফেব্রুয়ারি ২০২৫ ২২:৪৪ | আপডেট: ২১ ফেব্রুয়ারি ২০২৫ ০০:৪২

একেএম মকছুদ আহমেদ। ছবি: সারাবাংলা

রাঙ্গামাটি: পার্বত্য চট্টগ্রাম থেকে প্রকাশিত সর্বপ্রথম সংবাদপত্র দৈনিক গিরিদর্পণ সম্পাদক একেএম মকছুদ আহমেদ আর নেই। বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টায় তিনি রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে মৃত্যুবরণ করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮২ বছর। তিনি স্ত্রী, দুই ছেলে, দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী ও শুভানুধ্যায়ী রেখে গেছেন।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে রাঙ্গামাটির সিভিল সার্জন (সিএস) ডা. নূয়েন খীসা গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের সমবেদনা জানিয়েছেন।

বিজ্ঞাপন

দৈনিক গিরিদর্পণের সাবেক বার্তা সম্পাদক ও একেএম মকছুদ আহমেদের ঘনিষ্ঠজন নন্দন দেবনাথ বলেন, বৃহস্পতিবার রাত আনুমানিক নয়টার দিকে কন্ট্রাক্টর পাড়ার নিজ বাসায় তিমি স্ট্রোক করেছেন। হাসপাতালে নেওয়ার পর রাত ৯টা ৩৭ মিনিটের দিকে নিঃশ্বাস ত্যাগ করেছেন। তার মৃত্যুতে পার্বত্য চট্টগ্রামেরর সাংবাদিক একজন অভিভাবক হারালো।

প্রসঙ্গত, একেএম মকছুদ আহমেদ ৫৬ বছর ধরে সাংবাদিকতা পেশায় রয়েছেন। তিনি ১৯৭৯ সালে প্রথম সাপ্তাহিক বনভূমি প্রতিষ্ঠা করেছিলাম। এরপর ১৯৮৩ সালে দৈনিক গিরিদর্পণ প্রতিষ্ঠা করেন। ৪২ বছর ধরে তিনি পত্রিকাটির সম্পাদক হিসেবে আছেন। দৈনিক গিরিদর্পণের সম্পাদক ও প্রকাশকের দায়িত্ব ছাড়াও দৈনিক ইত্তেফাকের রাঙ্গামাটি প্রতিনিধি। তিনি রাঙ্গামাটি প্রেসক্লাবের সাবেক সভাপতিও।

একেএম মকছুদ আহমেদের মৃত্যুতে রাঙ্গামাটি প্রেসক্লাব, রাঙ্গামাটি সাংবাদিক ফোরাম, রাঙ্গামাটি সাংবাদিক ইউনিয়নসহ বিভিন্ন সংগঠন ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ শোক জানিয়েছেন।

সারাবাংলা/এসআর

গিরিদর্পণ সম্পাদক পার্বত্য চট্টগ্রামের প্রথম সংবাদপত্র রাঙ্গামাটি সম্পাদক একেএম মকছুদ আহমেদ সারাবাংলা

বিজ্ঞাপন

কড়াইল বস্তির আগুন নিয়ন্ত্রণে
২২ ফেব্রুয়ারি ২০২৫ ০৩:১৩

আরো

সম্পর্কিত খবর