‘ভাষা আন্দোলন ও ‘২৪ এর ছাত্র আন্দোলন একই সূত্রে প্রতিথ’
২০ ফেব্রুয়ারি ২০২৫ ২২:৫৬
ঢাকা: ‘ভাষা আন্দোলন ও ‘২৪ এর ছাত্র আন্দোলন একই সূত্রে প্রতিথ’ বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান।
বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন মিলনায়তনে মহান শহিদ দিবস উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।
সভাপতির বক্তব্যে ড. মঈন খান বলেন, ‘বাংলাদেশের মানুষ সব সময় অন্যায়ের প্রতিবাদ করেছে। ভাষা আন্দোলনও প্রতিবাদ করেছে ছাত্র সমাজ। আমি বিশ্বাস করি, ভাষা আন্দোলন ও ‘২৪ এর ছাত্র-জনতার আন্দোলন একই সূত্রে প্রতিথ। সেই সূত্রটি কী? প্রতিবাদ। অন্যায়ের প্রতিবাদ, স্বৈরশাসনের বিরুদ্ধে প্রতিবাদ, কথা বলতে না দেওয়ার প্রতিবাদ, ভোটের অধিকার ছিনিয়ে নেওয়ার বিরুদ্ধে প্রতিবাদ।’
তিনি বলেন, ‘মহান ভাষা আন্দোলনের যে ধারাবাহিকতা, ভাষা আন্দোলনের আগে বাংলাদেশের মানুষের স্বাধীনতার যে ইচ্ছা, সেই ইচ্ছার যে ধারাবাহিকতা এবং আজকে এই ২০২৫ সালে এসে নতুন প্রজন্মের ভোট দেওয়ার যে আকাঙ্ক্ষা, মানুষের যে প্রত্যাশা, সেই প্রত্যাশার প্রতিফলন কিন্তু বাংলাদেশের মানুষ অবিলম্বে দেখতে চায়। আসুন, আমরা গণতন্ত্রের পথে বাংলাদেশকে নিয়ে যাই। একুশের আদর্শ উজ্জ্বল করে রাখি আমাদের ইতিহাসে।’
ড. মঈন খান বলেন, ‘বাংলাদেশের মানুষ অন্তর্বর্তী সরকারের কাছে দেশ পরিচালনার দায়িত্ব দিয়েছে। তারা কিন্তু আরও একটি দায়িত্ব দিয়েছে, সেটি হচ্ছে- দেশে গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে। স্বৈরাচার থেকে আমাদের সমাজকে রূপান্তরিত করতে হবে একটি গণতান্ত্রিক ব্যবস্থায়। এই দায়িত্ব অন্তর্বর্তী সরকার কতটা সঠিকভাবে পালন করছে, কি করছে না, এটা কিন্তু বাংলাদেশের মানুষের রাডারে রয়েছে। কারণ, বাংলাদেশের মানুষ কখনো স্টাবলিসমেন্টকে মেনে নেয় না—এটা সকলকে স্মরণে রাখতে হবে।’
বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকুর সঞ্চালনায় আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, হাফিজ উদ্দিন আহমেদ, ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, আহমেদ আজম খান, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এবিএম ওবায়দুল ইসলাম, জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এএসএম আমানুল্লাহ প্রমুখ।
সারাবাংলা/এজেড/এইচআই