Friday 21 Feb 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নির্বাচনের আগে কোনো সংস্কার করা উচিত নয়: জিএম কাদের

স্পেশাল করেসপন্ডেন্ট
২১ ফেব্রুয়ারি ২০২৫ ০০:২৮

জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের। ফাইল ছবি

ঢাকা: জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের বলেছেন, নির্বাচনের আগে কোনো সংস্কার করা উচিত নয়। কি সংস্কার করছেন তা প্রকাশ করেন, জনগণ দেখুক।

বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) জাতীয় পার্টি চেয়ারম্যানের বনানীস্থ কার্যালয় মিলনায়তনে জাতীয় শ্রমিক পার্টির যৌথ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, আমরা নির্বাচনে যাবো নির্বাচনের পরিস্থিতি দেখে। যদি নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড না থাকে, যদি একতরফা নির্বাচন হয় তাহলে কারও নির্বাচনে বৈধতা দিতে জাতীয় পার্টি নির্বাচনে যাবে না।

তিনি আরও বলেন, সংস্কার বিষয়ে সরকার আমাদের ডাকেননি। সংস্কার প্রসঙ্গে আমাদের সঙ্গে কোনো আলোচনা হয়নি। আলোচনা হলে, আমরা এটাই বলবো সংস্কার প্রস্তাবগুলো প্রকাশ করুন। নির্বাচনের পরে যারা সরকার গঠন করবে তারই সংস্কার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। এখনই সংস্কারে হাত না দেওয়াটাই আমাদের পরামর্শ।

জাতীয় শ্রমিক পার্টির নির্বাহী কমিটির যৌথ সভা কাজী মেফতাহ উদ্দিন জসীম এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শেখ মো. শান্ত’র পরিচালনায় বক্তব্য দেন জাতীয় পার্টি মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু, প্রেসিডিয়াম সদস্য শেরীফা কাদের, জাতীয় শ্রমিক পার্টির শওকত হোসেন দুলাল, মো. কামরুজ্জামান খান, আলমগীর হোসেন, মো. হারুন অর রশীদ, নুরুদ্দিন আহমেদ, মামুন হাওলাদার, শাহীন খান ও বিভিন্ন জেলার নেতারা।

সারাবাংলা/এএইচএইচ/এইচআই

জাতীয় পার্টি জিএম কাদের

বিজ্ঞাপন

খিলগাঁওয়ের ভয়াবহ আগুন নিয়ন্ত্রণে
২১ ফেব্রুয়ারি ২০২৫ ২২:১৭

আরো

সম্পর্কিত খবর