Friday 21 Feb 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভাষাশহিদদের প্রতি ডিএনসিসির প্রশাসকের শ্রদ্ধা

স্টাফ করেসপন্ডেন্ট
২১ ফেব্রুয়ারি ২০২৫ ০৮:২০ | আপডেট: ২১ ফেব্রুয়ারি ২০২৫ ১৮:১৪

ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করছে ডিএনসিসির প্রশাসক মোহাম্মদ এজাজ

ঢাকা: একুশে ফেব্রুয়ারি শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহিদ মিনারে ভাষা শহিদদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করেছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মোহাম্মদ এজাজ।

শুক্রবার (২১ ফেব্রুয়ারি) রাত ১টায় ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করেন ডিএনসিসির প্রশাসক।

এসময় ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা আবু সাঈদ মো. কামরুজ্জামান, সচিব মোহাম্মদ মাসুদ আলম ছিদ্দিক, প্রধান প্রকৌশলী ব্রিগে. জেনা. মো. মঈন উদ্দিন, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগে. জেনা. ইমরুল কায়েস চৌধুরী, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা কমডোর এ বি এম সামসুল আলম এবং অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ শ্রদ্ধা নিবেদন করেন।

এর আগে, রাত ১২ টার অমর একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শহিদ মিনারে ফুল দিয়ে ভাষা শহিদদের শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এবং অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

ড. ইউনূসের পর প্রধান বিচারপতি এবং উপদেষ্টা পরিষদ শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন। এর পর বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও হাইকমিশনাররা শ্রদ্ধা নিবেদন করেন।

এর পর সর্বস্তরের মানুষের জন্য শহিদ মিনার উন্মুক্ত করে দেওয়া হয়। পরে ভাষা শহিদদের শ্রদ্ধা জানাতে কেন্দ্রীয় শহিদ মিনারে ভিড় করেন বিভিন্ন সংগঠন সহ সর্বস্তরের মানুষ।

সারাবাংলা/এম এইচ/এনজে

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ডিএনসিসি শ্রদ্ধা

বিজ্ঞাপন

কড়াইল বস্তির আগুন নিয়ন্ত্রণে
২২ ফেব্রুয়ারি ২০২৫ ০৩:১৩

আরো

সম্পর্কিত খবর