Sunday 13 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

একুশের প্রথম প্রহরে যশোরে শহিদ মিনারে মানুষের ঢল

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২১ ফেব্রুয়ারি ২০২৫ ০৯:৫০ | আপডেট: ২১ ফেব্রুয়ারি ২০২৫ ০৯:৫২

যশোর এমএম কলেজ ক্যাম্পাসে কেন্দ্রীয় শহিদ মিনারে শ্রদ্ধা নিবেদন করছে সাধারণ মানুষ

যশোর: মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে যশোর এমএম কলেজ ক্যাম্পাসে কেন্দ্রীয় শহিদ মিনারে জনতার ঢল নামে। শহিদ বেদীতে পুস্পার্ঘ নিবেদনের মধ্য দিয়ে ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে সর্বস্তরের জনতা।

রাত ১২টা ১ মিনিটে প্রথমে শ্রদ্ধা নিবেদন করা হয় জেলা প্রশাসনের পক্ষ থেকে। এরপর শ্রদ্ধা জানায় পুলিশ প্রশাসন, এমএম কলেজ কর্তৃপক্ষ, যশোর জেলা বিএনপিসহ দলের বিভিন্ন শাখা, সাংবাদিক ইউনিয়ন যশোর, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, জাতীয়তাবাদী ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, যশোর শিক্ষা বোর্ড, সিভিল সার্জনের কার্যালয়, জেলা পরিষদ, জেলা মুক্তিযোদ্ধা সংসদ, জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর, গণপূর্ত বিভাগ, পিবিআই, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স।

বিজ্ঞাপন

এছাড়া আরও অসংখ্য রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের পক্ষ থেকে একুশের প্রথম প্রহরে শহীদ বেদীতে শ্রদ্ধা নিবেদন করা হয়।

প্রসঙ্গত, ২০১৮ সালের পর এই প্রথম এমএম কলেজের ঐতিহাসিক শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি সর্বস্তরের মানুষ শ্রদ্ধা নিবেদন করছে। গত কয়েক বছর পুরাতন কসবায় আওয়ামী লীগের আস্তানা হিসেবে পরিচিত এলাকায় সংকুচিত স্থানে নির্মিত শহিদ মিনারে শ্রদ্ধা নিবেদনে বাধ্য করা হয় জনতাকে।

সারাবাংলা/এনজে

একুশে ফেব্রুয়ারি যশোর শ্রদ্ধা

বিজ্ঞাপন

ছবির গল্প মার্চ ফর গাজা
১২ এপ্রিল ২০২৫ ২৩:৪৫

আরো

সম্পর্কিত খবর