Friday 21 Feb 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

একুশের প্রভাতফেরি: গান-স্লোগানে শহিদদের স্মরণ

স্টাফ করেসপন্ডেন্ট
২১ ফেব্রুয়ারি ২০২৫ ১০:৫০ | আপডেট: ২১ ফেব্রুয়ারি ২০২৫ ১২:৫৯

শহিদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানাচ্ছে এক শিশু

চট্টগ্রাম ব্যুরো: নিজেদের মাতৃভাষায় কথা বলতে যারা নিজেদের জীবন বিলিয়ে দিয়েছেন, তাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে শহিদ মিনারে সমবেত হয়েছিলেন চট্টগ্রামের সর্বস্তরের মানুষ। গান ও স্লোগানে স্মরণ করেছেন জাতির বীর সন্তানদের। একুশের শহিদদের চরণে ফুল দিয়ে জানিয়েছেন শ্রদ্ধা।

শুক্রবার (২১ ফেব্রুয়ারি) ভোর থেকেই চট্টগ্রামের কেন্দ্রীয় শহিদ মিনারে নানা শ্রেণি-পেশার মানুষের সমাগম ঘটে।

বিজ্ঞাপন

এর আগে একুশে ফেব্রুয়ারির প্রথম প্রহরে বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) ১২টা ১ মিনিটে চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেনের পুষ্পস্তবন অর্পণের মধ্য দিয়ে শ্রদ্ধা জানানোর আনুষ্ঠানিকতা শুরু হয়েছিল। এরপর সরকারি বিভিন্ন প্রতিষ্ঠান ও ঊধ্বর্তন কর্মকর্তারা ফুল দিয়ে শ্রদ্ধা জানান। শ্রদ্ধা জানায় চট্টগ্রাম মহানগর বিএনপি।

প্রায় চার বছর পর চট্টগ্রামের কেন্দ্রীয় শহিদ মিনারে সর্বস্তরের মানুষ শ্রদ্ধা নিবেদন করতে পেরে আনন্দ প্রকাশ করেছেন। সংস্কার কাজের জন্য ২০২১ সাল থেকে এ শহিদ মিনারে সব ধরনের আনুষ্ঠানিকতা বন্ধ ছিল। ২০২৩ সালে কাজ শেষ হলেও নির্মাণ নিয়ে সংস্কৃতিকর্মীদের আপত্তির কারণে শহিদ মিনারের ফটক বন্ধ ছিল।

ভাষা শহীদদের শ্রদ্ধা জানাতে এসেছে অনেকে

শুক্রবার (২১ ফেব্রুয়ারি) ভোর থেকেই শহিদ মিনারের শ্রদ্ধা জানাতে বিভিন্ন সংগঠন, নানা শ্রেণিপেশার মানুষ ফুল হাতে ভিড় করতে থাকেন। কারও কণ্ঠে একুশের কালজয়ী গান, আবার কারও কণ্ঠে স্লোগান। কারও হাতে ব্যানার, কারও হাতে বর্ণমালা, কেউ বা নিয়েছিলেন লাল-সবুজের পতাকা। স্লোগানে স্মরণ করছেন মায়ের ভাষায় কথা বলার অধিকারে আদায়ে রক্ত দেয়া শহীদ রফিক-জব্বার-শফিউলদের।

বিজ্ঞাপন

এদিন সময় যত বাড়ছিল ততই মিছিলের সারি দীর্ঘ হচ্ছিল। শিশু থেকে বৃদ্ধ সবাই হাতে ফুল নিয়ে শ্রদ্ধা জানাতে এসেছিলেন জাতির বীর সন্তানদের, যাদের জীবনের বিনিময়ে বাঙ্গালিরা তার নিজের মায়ের ভাষায় কথায় বলতে পারছেন।

শুক্রবার (২১ ফেব্রুয়ারি) সকালে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শহিদ মিনারে জাতীয় নাগরিক কমিটি, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নগর, দক্ষিণ ও উত্তর জেলা কমিটি, কমিউনিস্ট পার্টি, ছাত্র ইউনিয়ন, যুব ইউনিয়ন, গণফোরাম, বাসদ, বাসদ (মার্ক্সবাদী), জেএসডি, গণমুক্তি ইউনিয়ন, গণসংহতি আন্দোলন, জাসদ, ন্যাপ, জাতীয় পার্টি, দক্ষিণ জেলা বিএনপি, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, যুবদল, শ্রমিক দল, ট্রেড ইউনিয়ন, উদীচী, বোধন, প্রমা, নোঙরসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকেও শ্রদ্ধা জানানো হয়।

সারাবাংলা/আইসি/এনজে

একুশে ফেব্রুয়ারি চট্টগ্রাম প্রভাতফেরি

বিজ্ঞাপন

কড়াইল বস্তির আগুন নিয়ন্ত্রণে
২২ ফেব্রুয়ারি ২০২৫ ০৩:১৩

আরো

সম্পর্কিত খবর