ভাষাশহিদদের প্রতি শ্রদ্ধা জানালেন বিজিবি মহাপরিচালক
২১ ফেব্রুয়ারি ২০২৫ ১২:৪৬ | আপডেট: ২১ ফেব্রুয়ারি ২০২৫ ১৮:১৩
কেন্দ্রীয় শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেছেন বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী
ঢাকা: অমর একুশে ও আন্তর্জাতিক মার্তৃভাষা দিবসে ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে কেন্দ্রীয় শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেছেন বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী।
শুক্রবার (২১ ফেব্রুয়ারি) প্রথম প্রহরে শহিদ মিনারে এ শ্রদ্ধা জানান তিনি। এ সময় বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ও অন্যান্য পদবির সৈনিকবৃন্দ উপস্থিত ছিলেন।
এর আগে, রাত ১২টার দিকে অমর একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শহিদ মিনারে ফুল দিয়ে ভাষা শহিদদের শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এবং অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
ড. ইউনূসের পর প্রধান বিচারপতি এবং উপদেষ্টা পরিষদ শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন। এরপর বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও হাইকমিশনাররা শ্রদ্ধা নিবেদন করেন।
এর পরপরই সর্বস্তরের মানুষের জন্য শহিদ মিনার উন্মুক্ত করে দেওয়া হয়। পরে ভাষা শহিদদের শ্রদ্ধা জানাতে কেন্দ্রীয় শহিদ মিনারে ভিড় করেন বিভিন্ন সংগঠনসহ সর্বস্তরের মানুষ।
সারাবাংলা/এমএইচ/এসডব্লিউ