Saturday 22 Feb 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চুয়াডাঙ্গায় সীমান্ত থেকে প্রায় ১৫ কেজি অবৈধ রূপা উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২১ ফেব্রুয়ারি ২০২৫ ১৪:৪৪ | আপডেট: ২১ ফেব্রুয়ারি ২০২৫ ১৫:২০

বিজিবির উদ্ধার করা রূপা

চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার সীমান্তবর্তী পীরপুরকুল্লা গ্রামে অভিযান চালিয়ে ১৪ কেজি ৯০০ গ্রাম ওজনের অবৈধরূপা উদ্ধার করেছে বিজিবি।

শুক্রবার (২১ ফেব্রুয়ারি) সকাল ৯টায় এ রূপাগুলো উদ্ধার করা হয়। এ সময় বহনকারী তার হাতে থাকা বস্তা একটি ভুট্টা ক্ষেতের মধ্যে ফেলে ভারতের অভ্যন্তরে পালিয়ে যাওয়ার কারনে তাকে আটক করা সম্ভব হয়নি বলে দাবি করে বিজিবি।

চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়নের পরিচালক লে.কর্ণেল নাজমুল হাসান এদিন বেলা ১২টা ৩৪ মিনিটে পাঠানো মেইল বার্তায় সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানান, তারই নির্দেশনা ওপরিকল্পনা মোতাবেক ভারপ্রাপ্ত কোয়ার্টার মাস্টার সহকারী পরিচালক হায়দার আলীর নেতৃত্বে একদল বিজিবি সদস্য বাংলাদেশের অভ্যন্তরে পীরপুরকুল্লা গ্রামে অবস্থান নেয়। এ সময় ভারতের অভ্যন্তর থেকে বাংলাদেশে এক ব্যক্তি অবৈধভাবে প্রবেশ করে। এমতবস্থায় বিজিবি সদস্যরা ওই ব্যক্তিকে ধাওয়া করলে সে তার হাতে থাকা একটি বস্তা ভুট্টা ক্ষেতের মধ্যে ফেলে ভারতের অভ্যন্তরে পালিয়ে যায়। ওই বস্তাটি জনসম্মুখে তল্লাশি করে ছোটবড় ৩০টি প্যাকেট উদ্ধার করা হয়। সেখান থেকে অবৈধ ১৪ কেজি ৯০০ গ্রাম ওজনের রূপা উদ্ধার করে জব্দ করা হয়।

লে.কর্ণেল নাজমুল জানান, এ ব্যাপারে দর্শনা থানায় মামলা করা হয়েছে। উদ্ধার করা রূপা পরীক্ষা-নিরীক্ষা শেষে চুয়াডাঙ্গা ট্রেজারি অফিসে জমা করা হয়েছে।

সারাবাংলা/এনজে

অবৈধ রূপা চুয়াডাঙ্গা বিজিবি

বিজ্ঞাপন

কড়াইল বস্তির আগুন নিয়ন্ত্রণে
২২ ফেব্রুয়ারি ২০২৫ ০৩:১৩

আরো

সম্পর্কিত খবর