Sunday 27 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অপারেশন ডেভিল হান্ট: নোয়াখালীতে আটক ৪

ডিস্ট্রিক্ট করেসপনডেন্ট
২১ ফেব্রুয়ারি ২০২৫ ১৫:৩০

আওয়ামী লীগের ৪ নেতাকর্মীকে গ্রেফতার করেছে যৌথবাহিনী

নোয়াখালী: জেলায় ডেভিল হান্টে গত ২৪ ঘণ্টায় আওয়ামী লীগের ৪ নেতাকর্মীকে গ্রেফতার করেছে যৌথবাহিনী। এ নিয়ে গত ১২ দিনে ৮৯ জন নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) দিবাগত রাতে জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

অভিযান সূত্রে জানা যায়, অপারেশন ডেভিল হান্ট ঘোষণার পর থেকে নোয়াখালীর ৯ উপজেলায় অভিযান পরিচালনা করে আসছে যৌথবাহিনী। তার ধারাবাহিকতায় গত ২৪ ঘণ্টায় সুধারাম থানা থেকে দুইজন, হাতিয়া থানায় এক জন ও বেগমগঞ্জ থানা থেকে একজনকে গ্রেফতার করা হয়।

এ অভিযান পরিচালনা করেন বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী, কোস্টগার্ড, পুলিশ ও নৌপুলিশ।

গ্রেফতাররা হলেন- সুধারাম মডেল থানার নোয়াখালী পৌরসভার ১ নম্বর ওয়ার্ড যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম সাদ্দাম (৩৬), মমিনুর রশিদ জিতু (২৬), হাতিয়া থানার তমরদ্দি ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সদস্য ইমাম হোসেন (৩০) ও বেগমগঞ্জের মহিলা লীগের সক্রিয় সদস্য খুকু মনি (৩১)।

নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মোহাম্মদ ইব্রাহীম জানান, অপারেশন ডেভিল হান্ট গত ৮ ফেব্রুয়ারি থেকে সারাদেশে একযোগে শুরু হয়েছে। অপরাধ দমনে ও পরিস্থিতি স্বাভাবিক রাখতে সারাদেশের মতো নোয়াখালীতে গত ২৪ ঘণ্টায় ৪ জনকে গ্রেফতার করা হয়েছে। এছাড়াও ১২ দিনে ৮৯ জনকে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

সারাবাংলা/এসডব্লিউ

অপারেশন ডেভিল হান্ট গ্রেফতার নোয়াখালী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর