ভাষা শহীদদের প্রতি তিতুমীর কলেজের শিক্ষকদের শ্রদ্ধা নিবেদন
২১ ফেব্রুয়ারি ২০২৫ ১৭:০৪
অমর একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ঐতিহাসিক ভাষা আন্দোলনের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে পুষ্পস্তবক অর্পণ করেছে তিতুমীর কলেজের শিক্ষক, শিক্ষার্থীরা।
আজ (২১ ফেব্রুয়ারি) প্রথম প্রহর ১২ টায় শ্রদ্ধা নিবেদন করেন তিতুমীর কলেজ শিক্ষক পরিষদ। অধ্যক্ষ অধ্যাপক শীপ্রা রানী মন্ডলের নেতৃত্বে তিতুমীর কলেজ প্রশাসন, উপাধ্যক্ষ অধ্যাপক ড. মো. মিজানুর রহমান ও বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ ক্যাম্পাসের শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন।
এছাড়াও শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন তিতুমীর কলেজ সাংবাদিক সমিতি, বিএনসিসি, রোভার, তিতুমীর কলেজ বির্তক ক্লাব, তিতুমীর রিসার্চ ক্লাব, তিতুমীর ট্যুরিজম ক্লাবসহ তিতুমীর কলেজের অন্যান্য সামাজিক, রাজনৈতিক ও স্বেচ্ছাসেবক সংগঠন।
এছাড়া কলেজের বাহিরে বিভিন্ন রাজনৈতিক সংগঠন, স্কুল-কলেজ ও সর্বস্তরের মানুষের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
সারাবাংলা/এমআর/এসএইচএস