Saturday 22 Feb 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বান্দরবানের লামায় অপহরণ চক্রের ৪ সদস্য গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২১ ফেব্রুয়ারি ২০২৫ ২০:৪৯ | আপডেট: ২১ ফেব্রুয়ারি ২০২৫ ২২:৪৭

চার আসামিকে গ্রেফতার করেছে পুলিশ

বান্দরবান: জেলার লামায় চাঞ্চল্যকর অপহরণের ঘটনার চার অপহরণকারীকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (২১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বান্দরবানের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম ও অপারেশন) আবদুল করিম বিষয়টি নিশ্চিত করেন।

গ্রেফতারকৃতরা হলেন— থানচি উপজেলার রেমাক্রি এলাকার পিতরাম ত্রিপুরার ছেলে শিমন ত্রিপুরা নয়ন, রোয়াংছড়ি উপজেলার সাজু ত্রিপুরার দুই ছেলে জ্যাকসন ত্রিপুরা ও প্রশান্ত ত্রিপুরা, লামার গজালিয়া এলাকার খবি চন্দ্র ত্রিপুরার ছেলে জয়ন্ত ত্রিপুত্রা।

বিজ্ঞাপন

পুলিশ জানান, ফাঁসিয়াখালী ইউনিয়নস্থ ম্রো-ঝিরি এলাকার পাঁচটি রাবার বাগান থেকে অজ্ঞাত অপহরণকারী কর্তৃক ২৬ জন রাবার শ্রমিক অপহৃত হয়। প্রত্যেকটি ঘটনায় অপহরণকারীরা অপহৃত ভিক্টিমদের জিম্মি করে তাদের পরিবারের নিকট থেকে মোটা অঙ্কের মুক্তিপণের বিনিময়ে অপহৃতদের মুক্তি দেয়।

পুলিশ সূত্রে জানা যায়, এরপর থেকে অপহরণকারীদের গ্রেফতার অভিযানে নামে পুলিশ। এরই প্রেক্ষিতে গতকাল ২০ ফেব্রুয়ারি লামা ও বান্দরবান সদরের বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। ধারাবাহিক এ অপহরণ এবং মুক্তিপণ আদায়ের ঘটনা সারাদেশে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে। প্রত্যেকটি ঘটনার পর থেকে বান্দরবান পার্বত্য জেলা পুলিশ অপহৃত ভিক্টিমদের উদ্ধার, ঘটনার রহস্য উদঘাটন, আসামিদের সনাক্ত ও গ্রেফতারের জন্য অভিযান পরিচালনা করে।

বান্দরবানের অতিরিক্ত পুলিশ সুপার আবদুল করিম জানান, আসামিদের হেফাজত থেকে মুক্তিপণের টাকা গ্রহণের নগদ মোবাইল ব্যাংকিংয়ের সিম, সাতটি মোবাইল ফোন, দুইটি মোটরসাইকেল, একটি টর্চ লাইট, একটি চার্জার হেডলাইট জব্দ করা হয়েছে।

বিজ্ঞাপন

তিনি আরও জানান, গ্রেফতারকৃত আসামিদের কয়েকজন পূর্বে রাবার বাগানের শ্রমিক হিসেবে কাজ করত। সে সুবাদে ঘটনাস্থল রাবার বাগান এলাকা তাদের পরিচিত। গ্রেফতারকৃত আসামিরা এবং তাদের সহযোগী পলাতক অন্যান্য আসামিরা পরষ্পর যোগসাজসে অপহরণ এবং মুক্তিপণ আদায়ের ঘটনা ঘটিয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। পলাতকদের গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত আছে।

সারাবাংলা/এইচআই

অপহরণ চক্র বান্দরবান লামা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর