Saturday 22 Feb 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

খিলগাঁওয়ের ভয়াবহ আগুন নিয়ন্ত্রণে

স্টাফ করেসপন্ডেন্ট
২১ ফেব্রুয়ারি ২০২৫ ২২:১৭ | আপডেট: ২২ ফেব্রুয়ারি ২০২৫ ০০:১৩

খিলগাঁওয়ে স’মিলে লাগা আগুন নিয়ন্ত্রণে কাজ করে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট। ছবি: সারাবাংলা

ঢাকা: রাজধানীর খিলগাঁওয়ে একটি স’মিলে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। তবে আগুন পুরোপুরি নির্বাপণ করা সম্ভব হয়নি।

শুক্রবার (২১ ফেব্রুয়ারি) রাত ৯টা ৩৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসার বিষয়টি ফায়ার সার্ভিস সদর দফতরের মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘রাত ৭টা ৩০ মিনিটের দিকে লাগা আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট কাজ করে। রাত ৯টা ৩৫ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।’

খিলগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) দাউদ হোসেন বলেন, ‘খিলগাঁও তালতলা মার্কেটের পাশে ও খিলগাঁও মডেল কলেজের বিপরীত দিকের টুটুলের ওয়ার্কশপ থেকে আগুনের সূত্রপাত হয় বলে প্রাথমিকভাবে জানা গেছে। আগুন ছড়িয়ে টুটুলের ওয়ার্কশপসহ মোট নয়টি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে। এদের মধ্যে আটটি ওয়ার্কশপ ও একটি স’মিল। আগুনের সময় কয়েকটি বিস্ফোরণের ঘটনা ঘটে।

সারাবাংলা/এমএইচ/পিটিএম

আগুন খিলগাঁও নিয়ন্ত্রণ স’মিল

বিজ্ঞাপন

বগুড়ায় সড়ক দুর্ঘটনা, নিহত বেড়ে ৫
২২ ফেব্রুয়ারি ২০২৫ ১১:০১

আরো

সম্পর্কিত খবর