Saturday 22 Feb 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বগুড়ায় সড়ক দুর্ঘটনা, নিহত বেড়ে ৫

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২২ ফেব্রুয়ারি ২০২৫ ১১:০১ | আপডেট: ২২ ফেব্রুয়ারি ২০২৫ ১৩:৩৮

বগুড়া-নওগাঁ সড়কের দুপচাঁচিয়া মেইল বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বগুড়া: বগুড়ার দুপচাঁচিয়া উপজেলায় সড়ক দুর্ঘটনায় আরও একজনের মৃত্যু হয়েছে। এতে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচজন।

শুক্রবার (২১ ফেব্রুয়ারি) রাত সোয়া ৮টার দিকে বগুড়া-নওগাঁ সড়কের দুপচাঁচিয়া মেইল বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

দুপচাঁচিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) ফরিদুল ইসলাম এ বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন- বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার চৌমুহনী বানিয়াদীঘি গ্রামের সাইফুল ইসলামের ছেলে শফিকুল ইসলাম (৪২), একই গ্রামের আবদুল আজিজের ছেলে মোজাহার আলী (৬০) ও আদমদীঘি উপজেলার সান্তাহার এলাকার মৃত মনসুর আলীর ছেলে শহিদুল ইসলাম (৬০) এবং কাহালু উপজেলার ডিপুইল গ্রামের কাঙ্গালী সরদারের ছেলে ভ্যানচালক ময়েন সরদার (৫২) ও ডিপুইল গ্রামের অটোরিকশাচালক ময়েন সরদার (৫৫)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নওগাঁ থেকে আসা বগুড়াগামী একটি গরু বোঝাই ট্রাক দুপচাঁচিয়া মেইল বাসস্ট্যান্ড এলাকা অতিক্রমের সময় একটি অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে তিন শ্রমিক শফিকুল ইসলাম, মোজাহার আলী ও শহিদুল ইসলামের মৃত্যু হয়। এ সময় আহত হন তিনজন। তাদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে আরও একজনের মৃত্যু হয়।

দুপচাঁচিয়া থানার ওসি ফরিদুল ইসলাম বলেন, নিহতদের মধ্যে একজন অটোরিকশাচালক ও তিনজন স্থানীয় একটি টাইলস কারখানার শ্রমিক। তারা কাজ শেষে বাড়ি ফিরছিলেন। ঘটনাস্থলে নিহত চারজনের মরদেহ বর্তমানে দুপচাঁচিয়া থানায় রয়েছে। অপরজনের মরদেহ বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে।

তিনি আরও জানান, সড়ক দুর্ঘটনার কোনো অভিযোগ না থাকায় চার জনের মরদেহ তাদের স্বজনের কাছে হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

বিজ্ঞাপন

সারাবাংলা/এনজে

বগুড়া সড়ক দুর্ঘটনা

বিজ্ঞাপন

মুন্সীগঞ্জে কুকুরের কামড়ে আহত ৩৭
২২ ফেব্রুয়ারি ২০২৫ ২১:২০

আরো

সম্পর্কিত খবর