Saturday 22 Feb 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চ্যাম্পিয়নস ট্রফি
পাকিস্তানের জয় চান সাবেক ভারতীয় ক্রিকেটার!

স্পোর্টস ডেস্ক
২২ ফেব্রুয়ারি ২০২৫ ১১:৩৬

বাঁচা মরার লড়াইয়ে ভারতের মুখোমুখি পাকিস্তান

পাকিস্তানের বিপক্ষে নিজ দেশের জয় চান সব ভারতীয়ই। মাঠে কিংবা মাঠের বাইরে, চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিপক্ষে ম্যাচের আগে জমে ওঠে কথার লড়াই। তবে আসন্ন ভারত-পাকিস্তান মহারণের আগে দেখা গেল অদ্ভুত এক দৃশ্য। সাবেক ভারতীয় ক্রিকেটার অতুল ওয়াসান বলছেন, টুর্নামেন্টের স্বার্থে ভারতের বিপক্ষে পাকিস্তানের জয় চান তিনি।

চ্যাম্পিয়নস ট্রফির উদ্বোধনী ম্যাচে নিউজিল্যান্ডের কাছে হেরেছে স্বাগতিক পাকিস্তান। দুবাইতে ভারতের বিপক্ষে ম্যাচটা তাই তাদের জন্য বাঁচা মরার লড়াই। এই ম্যাচ হারলেই প্রথম দল হিসেবে টুর্নামেন্ট থেকে বিদায় নেবে পাকিস্তান।

বিজ্ঞাপন

ভারতীয় সংবাদ সংস্থা এএনআইকে অতুল জানালেন, টুর্নামেন্টের স্বার্থে স্বাগতিক পাকিস্তানের জয়টা জরুরি, ‘আমি চাই ভারতের বিপক্ষে পাকিস্তান জিতুক। এটা টুর্নামেন্টের জন্যই ভালো হবে। পাকিস্তান জিতলে একটা প্রতিদ্বন্দ্বিতা তৈরি হবে। একটা সমানে সমান লড়াই হওয়া উচিত।’

পাকিস্তানের জয় চাইলেও ভারতীয় দল সবদিক দিয়েই পাকিস্তানের চেয়ে এগিয়ে, স্বীকার করছেন অতুল, ‘ ভারতীয় দলে গিল, কোহলি, রোহিতের মতো ব্যাটার আছে। ৮ নম্বরে ব্যাটিংয়ে নামে আক্সার। স্কোয়াডে ৫ জন স্পিনার আছে যারা দুবাইতে ভালো করবে। এই দলটা অনেক ভালো করবে বলেই আশা করছি। পাকিস্তানের চেয়ে তারা অনেক বেশি এগিয়ে।’

পাকিস্তান কি পারবে ভারতকে হারিয়ে টুর্নামেন্টে টিকে থাকতে?

সারাবাংলা/এফএম

চ্যাম্পিয়নস ট্রফি ভারত-পাকিস্তান

বিজ্ঞাপন

ইয়ংমেন্সের জালে আবাহনীর গোল বন্যা
২২ ফেব্রুয়ারি ২০২৫ ১৯:৪৪

আরো

সম্পর্কিত খবর