নীলফামারীতে অটোভ্যান থেকে পড়ে নারী নিহত
২২ ফেব্রুয়ারি ২০২৫ ১৬:২৬ | আপডেট: ২২ ফেব্রুয়ারি ২০২৫ ১৮:১১
নীলফামারী: জেলার সৈয়দপুরে ব্যাটারিচালিত অটোভ্যান থেকে পড়ে গিয়ে এক নারী যাত্রী নিহত হয়েছেন। শনিবার (২২ ফেব্রুয়ারি) দুপুর ১টার দিকে শহরের পাঁচমাথা মোড়ে সোহেল রানা হোটেলের সামনে এই দুর্ঘটনা ঘটে।
নিহত রুখসানা আক্তার (৫৫) শহরের হাতিখানা ক্যাম্প এলাকার একজন রং মিস্ত্রির স্ত্রী।
প্রত্যক্ষদর্শীরা জানান, রুখসানা আক্তার বাজার করার যাচ্ছিলেন। পাঁচমাথা মোড়ে পৌঁছানোর পর তার শাড়ির আঁচল ভ্যানের চাকার সঙ্গে পেঁচিয়ে গেলে তিনি পড়ে যান। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালে নিয়ে যান। চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তবে পরিবারের সদস্যরা জানান, তিনি দীর্ঘদিন ধরে ডায়াবেটিসে ভুগছিলেন। সুগারের মাত্রা বেশি থাকায় মাথা ঘুরে তিনি পড়ে যান এবং তার মৃত্যু হয়। শাড়ি বা ওড়না চাকার সঙ্গে পেঁচানোর কোনো ঘটনা ঘটেনি বলে তারা জানিয়েছেন।
সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আখতার হোসেন বলেন, ‘আমরা দুর্ঘটনার খবর পেয়েছি, তবে এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। নিহতের পরিবার মরদেহ হাসপাতাল থেকে বাড়িতে নিয়ে গেছেন।’
সারাবাংলা/এইচআই