শিরনি বিতরণ নিয়ে ২ পক্ষের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক
২২ ফেব্রুয়ারি ২০২৫ ১৬:৫৪ | আপডেট: ২২ ফেব্রুয়ারি ২০২৫ ১৮:১১
সুনামগঞ্জ: জেলার শান্তিগঞ্জ উপজেলার ঠাকুরভোগ গ্রামে শিরনি বিতরণ ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে অন্তত অর্ধশতাধিক আহত হয়েছেন। শনিবার (২২ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার ঠাকুরভোগ গ্রামে এই ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গ্রামের আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘ দিন ধরে শত্রুতা চলছে একই গ্রামের নূর মিয়া ও সুফি মিয়ার মধ্যে। তার প্রেক্ষিতে গতকাল নূর মিয়া তার লোকজনকে নিয়ে গ্রামে শিররি বিতরণ করে আধিপত্যের জানান দেন। ফলে আজকে সকালে একই গ্রামের সুফি মিয়াও গ্রামে শিরনি বিতরণ করতে চাইলে নূর মিয়া গ্রুপের লোকজন বাধা দেন। এতেই দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। পরে পুলিশের দুটি টিম ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
শান্তিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আকরাম আলী বলেন, ‘গ্রামে আধিপত্য বিস্তার ও শিন্নী বিতরণ নিয়ে নূর মিয়া গ্রুপ ও সুফি মিয়ার গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। এতে অর্ধশতাধিক মানুষ আহত হয়েছেন।’
সারাবাংলা/এইচআই