নির্মাণাধীন ভবন থেকে মাথায় ইট পড়ে পথচারী নিহত
২২ ফেব্রুয়ারি ২০২৫ ২১:২২ | আপডেট: ২২ ফেব্রুয়ারি ২০২৫ ২৩:৩১
ঢাকা: রাজধানীর তেজগাঁওয়ে নির্মাণাধীন পাঁচতলা ভবন থেকে মাথায় ইট পড়ে আক্তার হোসেন (৫২) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।
শনিবার (২২ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তেজগাঁও কুনিপাড়া এলাকায় ঘটনাটি ঘটে। আহত অবস্থায় ওই ব্যক্তিকে স্বজনরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ৮টার দিকে তার মৃত্যু হয়।
আক্তার হোসেনের ভাতিজা আবির হোসেন বলেন, ‘তেজগাঁও মধ্য কুনিপাড়ায় তাদের স্থানীয় বাড়ি। সন্ধ্যায় ঝড়-বৃষ্টির সময় বাইরে থেকে বাড়িতে ফিরছিলেন তিনি। পথে কুনিপাড়া নুরুল ফার্মেসির সামনে এলে নির্মাণাধীন পাঁচতলা ভবনের উপর চাচার মাথায় ইট পড়ে। এতে তিনি গুরুতর আহত হন। পরে তাকে দ্রুত ঢাকা মেডিকেলে নিয়ে এলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।’
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘তেজগাঁও এলাকা থেকে মুমূর্ষু অবস্থায় স্বজনরা ওই ব্যক্তিকে হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। স্বজনরা জানান, মাথায় ইট পড়ে তিনি আহত হয়েছিলেন। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।’
সারাবাংলা/এসএসআর/পিটিএম