ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি চান ইবি শিক্ষার্থীরা
২২ ফেব্রুয়ারি ২০২৫ ১৭:৪১
কুষ্টিয়া: দেশের বিভিন্ন জায়গায় ধর্ষণ, শ্লীলতাহানি ও নারী নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থীরা।
শনিবার (২২ ফেব্রুয়ারি) দুপুর দেড়টায় ক্যাম্পাসের বটতলা থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়। এটি বিভিন্ন সড়ক ঘুরে প্রধান ফটকের সামনে প্রতিবাদ সমাবেশে মিলিত হয়।
মিছিলে শিক্ষার্থীরা ‘অ্যাকশন অ্যাকশন ,ডাইরেক্ট অ্যাকশন, ধর্ষকদের বিরুদ্ধে, ডাইরেক্ট অ্যাকশন’, ‘ধর্ষকদের ঠিকানা, এই বাংলায় হবে না’, ‘ধর্ষকদের আস্তানা, ভেঙে দাও গুঁড়িয়ে দাও’, ‘বিচার চাই বিচার চাই, ধর্ষকদের বিচার চাই’, ‘নারীদের অধিকার, প্রতিষ্ঠা করো করতে হবে’ ‘এক দুই তিন চার, ধর্ষক তুই বাংলা ছাড়’, ‘জাস্টিস জাস্টিস, উই ওয়ান্ট জাস্টিস’ স্লোগান দিতে দেখা যায়।
সমাবেশে শিক্ষার্থীরা বলেন ‘চব্বিশের গণঅভ্যুত্থানে নারী-পুরুষ সবাই অংশগ্রহণ করেছিল। আমরা নারী পুরুষ সবার অধিকার প্রতিষ্ঠার জন্য আন্দোলন করেছিলাম। কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখনো আমাদের মায়েরা বোনেরা ধর্ষণ, শ্লীলতাহানি, নির্যাতনের শিকার হচ্ছেন। কিন্তু এখনো ধর্ষকদের কোনো বিচার নিশ্চিত হচ্ছে না। অথচ দেশের আইন অনুযায়ী ধর্ষকদের ফাঁসি নিশ্চিত হওয়ার কথা। তাহলে কেন আমরা পুনরায় জীবন দিলাম? এই বৈষম্য টিকিয়ে রাখার জন্য?’
তারা আরও বলেন ‘অবিলম্বে ধর্ষকদের গ্রেফতার করে সর্বোচ্চ শাস্তি ফাঁসি নিশ্চিত করতে হবে। নতুন বাংলাদেশে যদি আমার বোনদের নিরাপত্তা নিশ্চিত না করা হয়, তাহলে আবার দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে।’
সারাবাংলা/এসডব্লিউ
ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) ধর্ষকদের শাস্তি দাবি মানববন্ধন সমাবেশ