‘সাড়ে ১৫ বছর ধরে আইইবিতে আমরা নির্বাচন করতে পারিনি’
২২ ফেব্রুয়ারি ২০২৫ ১৮:০৫ | আপডেট: ২২ ফেব্রুয়ারি ২০২৫ ১৯:৪২
চট্টগ্রাম প্রেসক্লাবে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটউশন বাংলাদেশ (আইইবি) চট্টগ্রাম কেন্দ্রের নতুন কমিটিকে সংবর্ধনা।
চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম প্রেসক্লাবে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটউশন বাংলাদেশ (আইইবি) চট্টগ্রাম কেন্দ্রের নতুন কমিটিকে সংবর্ধনা দেওয়া হয়। সেখানে আইইবি নেতারা অভিযোগ করেছেন, আওয়ামী লীগ সরকারের আমলে বিগত ১৫ বছর তাদের নির্বাচন করতে দেওয়া হয়নি। কেউ নির্বাচন করতে চাইলে তাকে হুমকি দিয়ে ও সাদা কাগজে সই নিয়ে দূরে সরিয়ে দেওয়া হত।
শনিবার (২২ ফেব্রুয়ারি) দুপুরে চট্টগ্রাম প্রেসক্লাবের আব্দুল খালেক মিলনায়তনে এ সংবর্ধনা অনুষ্ঠান হয়েছে। এতে সভাপতিত্ব করেন চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোহাম্মদ শাহনেওয়াজ।
অনুষ্ঠানে আইইবি চট্টগ্রাম কেন্দ্রের চেয়ারম্যান মনজারে খুরশেদ আলম বলেন, ‘সাড়ে ১৫ বছর ধরে আইইবিতে আমরা নির্বাচন করতে পারিনি। কেন্দ্রে ঢুকতেও দেয়নি ফ্যাসিবাদিরা। এমনকি নির্বাচনে দাঁড়ানোর চেষ্টা করলে হুমকি দিয়ে ও সাদা কাগজে সই নিয়ে নির্বাচন থেকে দূরে সরিয়ে রাখতো ফ্যাসিবাদী গোষ্ঠী। তারা শুধু আইইবি নয়, দেশের প্রতিটি প্রতিষ্ঠানকে এভাবে ধ্বংস করে দিয়েছে।’
চট্টগ্রাম প্রেসক্লাবের অন্তর্বর্তী ব্যবস্থাপনা কমিটির সদস্য সচিব জাহিদুল করিম কচি বলেন, ‘বিপ্লবের পর নতুন কমিটি গঠনের মধ্য দিয়ে আইইবিতে স্বস্তি ফিরে এসেছে। এ ধারা অব্যাহত রাখতে হবে। অভ্যন্তরীণ দ্বন্দ্ব, অন্তর্কোন্দল না রেখে সবাইকে ঐকমত্যের ভিত্তিতে কাজ করতে হবে।’
অ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (এ্যাব) চট্টগ্রামের সভাপতি জানে আলম সেলিম বলেন, ‘সম্প্রতি দেশের রাজনৈতিক দলগুলোর মধ্যে যে অস্থিরতা তৈরি হয়েছে, সেটা র’য়ের একটি ষড়যন্ত্রের অংশ। সবাইকে সাবধানে কাজ করে দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব ধরে রাখতে হবে। বার বার এই স্বাধীনতা আসবে না। এটি ধরে রাখতে হবে।’
চট্টগ্রাম প্রেসক্লাবের সদস্য সোহাগ কুমার বিশ্বাসের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, আইইবি চট্টগ্রাম কেন্দ্রের সম্মানি সাধারণ সম্পাদক খান আমিনুর রহমান, প্রকৌশলী সাখাওয়াত হোসেন, রফিকুল ইসলাম ও কাজী আরশেদুল ইসলাম এবং প্রেসক্লাবের ব্যবস্থাপনা কমিটির সদস্য গোলাম মওলা মুরাদ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের সাধারণ সম্পাদক এস এম নছরুল কদির, সিরাজুল করিম মানিক, ইসলামিক টিভির সাবেক ব্যুরো প্রধান শহিদুল ইসলাম, প্রেসক্লাবের সদস্য হাসান মুকুল।
সারাবাংলা/আরডি/এমপি