Saturday 22 Feb 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আইনশৃঙ্খলার অবনতির প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২২ ফেব্রুয়ারি ২০২৫ ২০:১৪

রাজশাহীতে মানববন্ধন। ছবি: সারাবাংলা

রাজশাহী: ধর্ষকের শাস্তির দাবি ও আইনশৃঙ্খলার অবনতির প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলন রাজশাহী উদ্যোগে এই মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। শনিবার (২২ ফেব্রুয়ারি) বিকেলে নগরীর সাহেববাজার জিরোপয়েন্টে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

মানববন্ধনে বক্তরা বলেন, বিগত স্বৈরাচারী সরকারের আমলে নারীদের ধর্ষণ করে ধর্ষক সেঞ্চুরি উৎসব পালন করেছে। সে সময় আইনশৃঙ্খলা অবনতি ও বিচারহীনতার কারণে ধর্ষকেরা ছাড় পেয়ে গেছে। ফ্যাসিস্ট স্বৈরাচার সরকারের পতন হয়েছে, তারপরেও কেনো দেশের আনাচে-কানাচে ধর্ষণের ঘটনা দিনদিন বেড়ে চলেছে? বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের সময় আইনশৃঙ্খলার এতই অবনতি কোথাও সুশাসন প্রতিষ্ঠিত হচ্ছে না। মা-বোনেরা নিরাপদে রাস্তায় চলাফেরা করতে পারছে না। এখনও আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে আসছে না।

বিজ্ঞাপন

তারা বলেন, এখন তো আর দেশে আইনশৃঙ্খলা বাহিনীর হাত-পা বাধা নেই। তারপরেও কেনো থানায় মামলা নেওয়া হচ্ছে না? ধর্ষকেরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। তাদেরকে আইনশৃঙ্খলা বাহিনী গ্রেফতার করছে না। ধর্ষকদের ঠিকানায় এই বাংলায় হবে না। প্রশাসন যদি চুপ করে বসে থাকে তাহলে দেশের জনতা ধর্ষণকারীদের ধরে জনসমক্ষে এমন দৃষ্টান্তমূলক শাস্তি দেবে যেন কেউ নারীদের দিকে কুদৃষ্টিতে তাকাতে সাহস না পায়।

মানববন্ধনে উপস্থিত ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলনের রাজশাহী মহানগরের সদস্য সচিব হযরত আনাম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইয়াকুব, যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান, জেলা কমিটির যুগ্ম আহ্বায়ক মোতালেব হোসেন ও বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শফিউল ইসলাম অনিক প্রমুখ।

বিজ্ঞাপন

সারাবাংলা/এসআর

আইনশৃঙ্খলার অবনতি মানববন্ধন রাজশাহী সারাবাংলা

বিজ্ঞাপন

২২তম দিনে নতুন বই এলো ১৪৪টি
২২ ফেব্রুয়ারি ২০২৫ ২৩:৪৫

আরো

সম্পর্কিত খবর