Thursday 17 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দুই বিদেশি পিস্তলসহ নিষিদ্ধ ছাত্রলীগের ২ নেতা গ্রেফতার

স্পেশাল করেসপডেন্ট
২২ ফেব্রুয়ারি ২০২৫ ২০:৫৯ | আপডেট: ২২ ফেব্রুয়ারি ২০২৫ ২৩:৩১

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম নগরীতে গুলিভর্তি দুই বিদেশি পিস্তলসহ দুই যুবককে গ্রেফতার করা হয়েছে। উভয়ে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতা বলে জানিয়েছে পুলিশ।

শনিবার (২২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় নগরীর ফিরিঙ্গিবাজার ব্রিজঘাট এলাকা থেকে কোতোয়ালী থানা পুলিশ তাদের গ্রেফতার করেছে।

কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল করিম সারাবাংলাকে বলেন, ‘দুজনকে দুটি বিদেশি পিস্তলসহ গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে একটিতে পাঁচ রাউন্ড, আরেকটি চার রাউন্ড গুলি লোড করা ছিল। তারা দুজনই ছাত্রলীগের নেতা বলে আমরা জানতে পেরেছি। তবে বিষয়টি আমরা আরও যাচাইবাছাই করে দেখছি।’

গ্রেফতার দুজনের নাম যাচাইবাছাইয়ের পর প্রকাশ করা হবে বলে জানিয়েছেন ওসি।

বিজ্ঞাপন

তবে পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেফতার দুজন হলেন- মনসুর আলী ও ইমরান আলী মাসুদ। তারা নগরীর সরকারি সিটি কলেজ ও ইসলামিয়া কলেজ কেন্দ্রিক ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত।

সারাবাংলা/আরডি/এইচআই

গ্রেফতার নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর