‘সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র চলছে’
২২ ফেব্রুয়ারি ২০২৫ ২২:১৮ | আপডেট: ২২ ফেব্রুয়ারি ২০২৫ ২৩:৩১
নরসিংদী: বিএনপির ভাইস চেয়ারম্যান গিয়াস উদ্দিন কাদের চৌধুরী বলেছেন, দেশাবসীকে আন্দোলনের জন্য প্রস্তুত থাকতে হবে। আন্দোলন শেষ হয়ে যায়নি, এখনো সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করেই চলছে। শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে হিন্দুস্তান (ভারত) যে অপরাধ করেছে তা ক্ষমার অযোগ্য।
শনিবার (২২ ফেব্রুয়ারি) বিকেলে নরসিংদীর কাউরিয়াপাড়া ঈদগাহ মাঠে আয়োজিত বিএনপির সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, ‘শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সাম্য ও জাতীয়তাবাদের ভিত্তিতেই আগামী দিনের রাজনীতি নির্ধারিত হবে। পাশাপাশি প্রয়োজনীয় সংস্কার এবং সংবিধান সংস্কারেও জিয়ার মুল স্তম্ভের ভিত্তিতেই হতে হবে।
দ্রব্যমুল্য সহনীয় পর্যায়ে রাখা, আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখাসহ দ্রুত নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবিতে আয়োজিত সমাবেশের সভাপতিত্ব করেন বিএনপির যুগ্ম মহাসচিব ও জেলা বিএনপির আহ্বায়ক খায়রুল কবির খোকন। বিশেষ অতিথি ছিলেন বিএনপির ঢাকা বিভাগের সাংগঠনিক সম্পাদক কাজী সাইদুল ইসলাম বাবুল, সহ-সাংগঠনিক সম্পাদক বেনজির আহমেদ টিটু, নজরুল ইসলাম আজাদসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ।
সারাবাংলা/এসআর
আন্দোলন গিয়াস উদ্দিন কাদের চৌধুরী নরসিংদী বিএনপি বিএনপির ভাইস চেয়ারম্যান ষড়যন্ত্র চলছে সারাবাংলা