Sunday 23 Feb 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চ্যাম্পিয়নস ট্রফি
পাকিস্তানের পেস ত্রয়ীতেই কুপোকাত হবে ভারত?

স্পোর্টস ডেস্ক
২৩ ফেব্রুয়ারি ২০২৫ ০৯:৪৩

নাসিম শাহ

টুর্নামেন্টের অন্যতম সেরা পেস অ্যাটাক তাদের। শাহিন শাহ আফ্রিদি, নাসিম শাহ ও হারিফ রউফ; তিন পাকিস্তানি পেসার অবশ্য নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচে সেভাবে জ্বলে উঠতে পারেননি। ভারতের বিপক্ষে বাঁচা মরার ম্যাচের আগে পাকিস্তান কোচ আকিব জাভেদ বলছেন, পেস ত্রয়ীতেই আস্থা রাখছেন তারা।

শাহিন-নাসিম-হারিস ত্রয়ী আকিবকে ৯০ এর দশকের পেস আক্রমণের কথা স্মরণ করিয়ে দিচ্ছে, ‘আমাদের তিনজন সেরা পেসার আছে। এই মুহূর্তে তারাই আমাদের সবচেয়ে শক্তিশালী অস্ত্র। বোলিং আক্রমণ নিয়ে অনেক কথাই শুনেছি। তবে এই পেস ত্রয়ী আমাকে ৯০ এর দশকের পাকিস্তান দলের কথা মনে করিয়ে দেয়। তারাই আমাদের বোলিং লাইনআপের মূল শক্তি।’

বিজ্ঞাপন

দুবাইতে বাংলাদেশের বিপক্ষে তিন স্পিনার নিয়ে খেলেছে ভারত। তাদের স্কোয়াডে আছে ৫ স্পিনার। অন্যদিকে পাকিস্তানের স্কোয়াডে স্পেশালিষ্ট স্পিনার আছেন শুধুই আবরার আহমেদ। দুবাইয়ের মন্থর পিচেও পেসার ওপরেই ভরসা রাখছেন জাভেদ, ‘ভারত হয়তো ৩-৪ জন স্পিনার খেলাবে। এটা তাদের পরিকল্পনা। আমরা আমাদের শক্তি অনুযায়ী একাদশ সাজাবো। দলে বড় পরিবর্তন আসার সম্ভাবনা নেই। প্রতিপক্ষ কিভাবে দল সাজালো সেটা আমাদের ভাবার বিষয় না। আমাদের দলের সবাই ম্যাচ জেতানোর সক্ষমতা রাখে।’

স্বাগতিক হয়েও নিজেদের মাঠ ছেড়ে দুবাইতে খেলতে হবে পাকিস্তানকে। ভারত এরই মাঝে বাংলাদেশের বিপক্ষে এই মাঠে খেলতে নেমেছে। ভারত এতে কিছুটা এগিয়ে থাকবে কিনা, এমন সম্ভাবনা একেবারেই উড়িয়ে দিয়েছেন জাভেদ, ‘একদমই না। আমাদের দলের সবাই পিএসএলে দুবাইতে খেলেছে। কন্ডিশন, পিচ তাদের চেনা। এখানে এগিয়ে থাকা কিংবা পিছিয়ে পড়ার কিছুই নেই। এই ম্যাচকে সামনে রেখে কোনো বাড়তি চাপও নেই।’

বিজ্ঞাপন

সারাবাংলা/এফএম

আকিব জাভেদ চ্যাম্পিয়নস ট্রফি পেস ত্রয়ী ভারত-পাকিস্তান

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর