বিতর্কিত নির্বাচনের ডিসিদের বিরুদ্ধে আর্থিক কেলেঙ্কারির অভিযোগ
২৩ ফেব্রুয়ারি ২০২৫ ১৪:৩৩ | আপডেট: ২৩ ফেব্রুয়ারি ২০২৫ ১৫:১৯
ঢাকা: ১৪ এবং ১৮ সালের বিতর্কিত নির্বাচনে দায়িত্ব পালন করা যেসব জেলা প্রশাসক (ডিসি) ওএসডি হয়েছেন এবং যারা বাধ্যতামুলক অবসরে গেছেন তাদের বিরুদ্ধে আর্থিক কেলেঙ্কারির অভিযোগ উঠেছে। এসব কর্মকর্তাদের বিরুদ্ধে মামলা করা হবে বলে জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মোখলেস উর রহমান। তবে যাদের বিরুদ্ধে অভিযোগ নেই তাদের বিষয়ে এ সিদ্ধান্ত নয় বলেও জানান তিনি।
রোববার (২৩ ফেব্রুয়ারি) সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।
জনপ্রশাসন সচিব বলেন, ২০১৪, ২০১৮ ও ২০২৪ এর নির্বাচনে রিটার্নিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করা জেলা প্রশাসকদের বিরুদ্ধে ঢালাও ভাবে ব্যবস্থা নেওয়া হবে না। দুর্নীতি অনিয়ম ও আর্থিক কেলেঙ্কারি পাওয়া গেলেই আইনগত ব্যবস্থা নেওয়া হবে। বিষয়টি নিয়ে আতংকিত হবার কিছুই নেই।
সচিব বলেন, ২০১৪ ও ‘১৮ সালের নির্বাচনে দায়িত্ব পালন করা যেসব ডিসিদের ওএসডি ও বাধ্যতামুলক অবসরে পাঠানো হয়েছে এবং ২০২৪ এর নির্বাচনে যেসব ডিসি অংশ নিয়েছেন, তাদের বিরুদ্ধে দুর্নীতি, অনিয়ম এবং আর্থিক কেলেঙ্কারি পেলেই আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
তিনি আরও বলেন, ২০২৪ সালের নির্বাচনে যেসব ডিসি রিটার্নিং কর্মকর্তার দায়িত্বে ছিলেন তাদের ব্যাপারে গোয়েন্দা সংস্থা কাজ করছে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মোখলেস উর রহমান বলেন, সরকার কারও বিরুদ্ধেই অবিচার এবং পক্ষপাতমূলক আচরণ করেননি। রাষ্ট্রের স্বার্থে যে সিদ্ধান্ত নেওয়ার শুধু সেটাই নেওয়া হয়েছে।
এরপর উপদেষ্টা পরিষদের কমিটিতে যাওয়ার পর তাদের বিষয়ে সিদ্ধান্ত নিবে সরকার। অপরাধ অনুযায়ী ওএসডি এবং বাধ্যতামূলক অবসরে পাঠানোর সিদ্ধান্ত হবে। তবে সরকার এ ব্যাপারে কারো সঙ্গে অবিচার করবে না বলেও জানান সচিব।
সারাবাংলা/জেআর/ইআ