Sunday 23 Feb 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

২৫ ফেব্রুয়ারি ‘জাতীয় শহিদ সেনা দিবস’

স্পেশাল করেসপন্ডেন্ট
২৩ ফেব্রুয়ারি ২০২৫ ১৬:১০ | আপডেট: ২৩ ফেব্রুয়ারি ২০২৫ ১৮:৫২

ছবি সংগৃহীত

ঢাকা: প্রতি বছর ২৫ ফেব্রুয়ারিকে ‘জাতীয় শহিদ সেনা দিবস’ হিসেবে পালনের সিদ্ধান্ত হয়েছে। রোববার (২৩ ফেব্রুয়ারি) মন্ত্রিপরিষদ বিভাগের সাধারণ অধিশাখা থেকে এ সংক্রান্ত পরিপত্র জারি করা হয়েছে।

উপসচিব তানিয়া আফরোজ সই করা পরিপত্রে বলা হয়, সরকার প্রতিবছর ২৫ ফেব্রুয়ারি ‘জাতীয় শহিদ সেনা দিবস’ হিসেবে ঘোষণা করেছে। উক্ত তারিখ ‘জাতীয় শহিদ সেনা দিবস’ (সরকারি ছুটি ব্যতীত) পালনে জাতীয় ও আন্তর্জাতিক দিবস পালন সংক্রান্ত মন্ত্রিপরিষদ বিভাগের ২১ অক্টোবর ২০২৪ পরিপত্রের ‘গ’ শ্রেণিভুক্ত দিবস হিসেবে অন্তর্ভুক্তকরণের সিদ্ধান্ত গ্রহণ করেছে।

বিজ্ঞাপন

এ সিদ্ধান্ত যথাযথভাবে প্রতিপালনের জন্য সংশ্লিষ্ট সকল মন্ত্রণালয়/বিভাগ/সংস্থাকে নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

প্রসঙ্গত, ২০০৯ সালের ২৫ ফেব্রুয়ারি রাজধানীর পিলখানা হত্যাকাণ্ডে ৫৭ সেনা কর্মকর্তাসহ ৭৪ জন নিহত হন। শোকাবহ ও হৃদয়বিদারক দিনকে রাষ্ট্রীয়ভাবে পালনের মাধ্যমে সেনাসদস্যদের আত্মত্যাগকে জাতীয় স্বীকৃতি দেওয়া হলো।

সারাবাংলা/জেআর/এসআর

২৫ ফেব্রুয়ারি জাতীয় শহিদ সেনা দিবস সারাবাংলা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর