শহিদ মিনারে কুয়েট শিক্ষার্থীদের অবস্থান
২৩ ফেব্রুয়ারি ২০২৫ ১৭:০৯ | আপডেট: ২৩ ফেব্রুয়ারি ২০২৫ ১৮:৫২
ঢাবি: গত ১৮ ফেব্রুয়ারিতে ছাত্রদল ও যুবদলের হামলার পরবর্তী সময়ে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়কে নিরাপদ মনে না করায় ছয় দফা দাবিতে শহিদ মিনারে অবস্থান নিয়েছে কুয়েট শিক্ষার্থীরা। পরে, এ ছয় দফা দাবি নিয়ে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি দিয়েছে শিক্ষার্থীরা।
রোববার (২৩ই ফেব্রুয়ারি) বিকেল ৪ টায় এক কেন্দ্রীয় শহীদ মিনারে সংবাদ সম্মেলনে এ কথা বলেন।
এ সময় শিক্ষার্থীদের হাতে ‘নিরাপত্তা দিতে পারে না এমন ভিসি মানি না’, ‘নতুন ভিসি নিয়োগ চাই’, ‘ছাত্ররাজনীতির দালালেরা’, ‘হুশিয়ার সাবধান’, ‘বকুল ফুল বকুল ফুল, ভিসি তুমি করছো ভুল’ নানা প্ল্যাকার্ড দেখা যায়।
সংবাদ সম্মেলনে শিক্ষার্থীরা বলেন, আপনারা জানেন গত ১৮ ফেব্রুয়ারি আমাদের শিক্ষার্থীদের ওপর নির্মম হামলা চালিয়েছে ছাত্রদল ও যুবদলের ক্যাডাররা। এসময় এ বিশ্ববিদ্যালয় প্রশাসন নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে। এমনকি হামলার চারদিন হয়ে গেলেও সন্ত্রাসীরা এখনো ঘুরে বেড়াচ্ছে। তাই, কুয়েট ক্যাম্পাস নিরাপদ মনে না হওয়ায় আজকে আমরা ঢাকায় আসতে বাধ্য হয়েছি।
আরেক শিক্ষার্থী বলেন, আমরা আজকে প্রধান উপদেষ্টার কাছে আমাদের স্মারকলিপি দিয়েছি। সেখানে প্রধান উপদেষ্টার একান্ত সচিব আমাদের দাবিগুলো মনোযোগ দিয়ে শুনেছে এবং দাবিগুলোর প্রেক্ষিতে পদক্ষেপ নিবেন বলে আশ্বস্ত করেছেন।
তাদের দাবিগুলো হলো: উপাচার্য, উপ-উপাচার্য ও ছাত্র কল্যাণ পরিচালকের পদে নতুন নিয়োগ, শিক্ষার্থীদের উপর হামলাকারীদের গ্রেফতার, জড়িত শিক্ষার্থীদের ছাত্রত্ব বাতিল, শিক্ষার্থীদের সার্বিক নিরাপত্তা নিশ্চিতসহ করণের দাবি জানান।
সারাবাংলা/এআইএন/এনজে