ধর্ষকের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড চান কুবি শিক্ষার্থীরা
২৩ ফেব্রুয়ারি ২০২৫ ১৭:৪৯
কুমিল্লা: দেশব্যাপী হত্যা, ধর্ষণ, ছিনতাই বৃদ্ধি এবং আইনশৃঙ্খলার ব্যাপক অবনতির প্রতিবাদে মানববন্ধন করেছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। মানববন্ধনে ধর্ষকের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদন্ডের দাবি জানান তারা।
রোববার (২৩ ফেব্রুয়ারি) দুপুর ১টায় ফার্মেসি বিভাগের শিক্ষার্থী নাইম ভুঁইয়ার সঞ্চালনায় বিশ্ববিদ্যালয়ের গোল চত্বরে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা এই মানববন্ধনে অংশ নেন।
ইংরেজি বিভাগের শিক্ষার্থী মোহাম্মদ রাজীব বলেন, ‘দেশব্যাপী ধর্ষণের ঘটনা ও আইনশৃঙ্খলার অবনতিতে আমরা অত্যন্ত ব্যথিত। স্বরাষ্ট্র উপদেষ্টা কী করছেন? তিনি রাষ্ট্রের নিরাপত্তা দিতে ব্যর্থ, তাই তার পদত্যাগ করা উচিত। নাগরিকদের অধিকার নিশ্চিত না করতে পারলে তাদের কোথাও থাকার অধিকার নেই। আইন উপদেষ্টার কার্যকরী ভূমিকা নিয়েও প্রশ্ন আছে। ধর্ষণের ঘটনাগুলো নিয়মিত ঘটছে, কিন্তু প্রশাসন কোনো কার্যকর পদক্ষেপ নিচ্ছে না। ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি দিতে হবে, আমাদের প্রতিবাদ চলবে।’
গণিত বিভাগের হান্নান রহিম বলেন, ‘লড়াই করে আমরা বাঁচতে চাই। আমরা আমাদের মা-বোনদের অধিকার আদায়ের জন্য দাঁড়িয়েছি। কেন তাদের আন্দোলনে দেখতে পাচ্ছি না? সারা দেশের শিক্ষার্থীদের আহ্বান জানাই-ধর্ষনের প্রতিবাদে মাঠে নামুন। স্বরাষ্ট্র উপদেষ্টা, ধর্ষণ ও অপরাধ দমন করতে না পারলে পদত্যাগ করুন। আমরা ধর্ষকদের দ্রুত উন্মুক্ত স্থানে মৃত্যুদণ্ডের দাবি করছি। ইনকিলাব জিন্দাবাদ।’
এ সময় ‘জ্বালো রে জ্বালো, আগুন জ্বালো’, ‘ধর্ষকের গদিতে আগুন জ্বালাও একসাথে’, ‘ধর্ষকের যৌনাঙ্গ কেটে দাও, ফেলে দাও’, ‘আবু সাঈদের বাংলায়, ধর্ষকের ঠাঁই নাই’, ‘চব্বিশের বাংলায়,ধর্ষকের ঠাঁই নাই’, ‘ছিনতাইকারীর গদিতে, আগুন জ্বালো একসাথে’ ইত্যাদি স্লোগানে উত্তাল হয় ক্যাম্পাস।
এতে ব্যবস্থাপনা বিভাগের ১৪ তম আবর্তনের শিক্ষার্থী মো. এমরান হোসেন, মার্কেটিং বিভাগের ১৪ তম আবর্তনের শিক্ষার্থী পাভেল রানা, পদার্থবিজ্ঞান বিভাগের ফারুক নাহিয়ান ও ফার্মেসি বিভাগের আল মাসুম হোসেনসহ বিভিন্ন আর্বতনের শিক্ষার্থীরা বক্তব্য দেন।
সারাবাংলা/এসডব্লিউ
কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) ধর্ষকের শাস্তির দাবি শিক্ষার্থীদের বিক্ষোভ