নওগাঁ: নওগাঁর পত্নীতলায় নিজ বাড়ি থেকে ওয়াদুদ হোসেন (২২) নামে এক মাদরাসাছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রোববার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে পত্নীতলা উপজেলার ঘোষনগর ইউনিয়নের উওর কমলাবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত ওয়াদুদ ওই গ্রামের মোস্তফার ছেলে। তিনি উপজেলার গগণপুর ফাজিল মাদরাসার ডিগ্রি প্রথম বর্ষের ছাত্র।
নিহতের বাবা মোস্তফা বলেন, ওয়াদুদ হোসেন তাদের একমাত্র সন্তান। সে পড়াশোনার পাশাপাশি ইলেকট্রনিকের কাজ করতো। সকালে তার ঘরের দরজা বন্ধ দেখে ডাকাডাকি করলে সাড়া পাওয়া যায়নি। পরে দরজা ভেঙ্গে দেখা যায় তার ঝুলন্ত মরদেহ। তবে কেনো এমন ঘটনা ঘটেছে এ বিষয়ে কিছুই জানাননি তিনি।
পত্নীতলা থানার অফিসার ইনচার্জ (ওসি) এনায়েতুর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। তবে নিহতের পরিবারের অভিযোগ না থাকায় মরদেহ পুলিশ হেফাজতে নেওয়া হয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।