Sunday 23 Feb 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘জিয়াউর রহমান সুযোগ দিয়েছেন বলে জামায়াত রাজনীতির লাইসেন্স পেয়েছে’

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৩ ফেব্রুয়ারি ২০২৫ ১৮:৪৮ | আপডেট: ২৩ ফেব্রুয়ারি ২০২৫ ২১:১৪

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু

সিরাজগঞ্জ: বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, জিয়াউর রহমান ক্ষমতা গ্রহণ করে রাজনীতিকে সর্বজনীন করায় জামায়াত ইসলাম রাজনীতি করার লাইসেন্স পেয়েছে। বাংলাদেশে রাজনীতি করার সুযোগ পেয়েছে। কিন্তু আজ তারা বলছেন জিয়াউর রহমানের পরিবারতন্ত্র চলবে না। বাংলাদেশের জনগণ যদি চায় তাহলে তোমরা কি করবে। জনগণ চায় জিয়াউর রহমানের পরিবার আমাদের নেতৃত্ব দিবে। সেই নেতৃত্বই নেতৃত্ব। আপনাদের কথায় কিছু যায় আসে না।

বিজ্ঞাপন

রোববার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে সিরাজগঞ্জ শহরের মুক্তির সোপানে ‘আমরা বিএনপি পরিবার’ এর আয়োজনে জুলাই-আগস্টে ছাত্র-জনতার আন্দোলনে শহিদ পরিবারের সঙ্গে সাক্ষাৎ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

‘আমরা বিএনপি পরিবারের’ আহ্বায়ক আতিকুল রহমান রুম্মনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন- সিরাজগঞ্জ জেলা বিএনপির সভাপতি ও সাবেক এমপি রোমানা মাহমুদ, কেন্দ্রীয় জাসাস এর নেত্রী বিশিষ্ট কন্ঠ শিল্পি কনক চাপা, সাবেক ডিআইজি খান সাইদ, কেন্দ্রীয় সেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক নাজমুল তালুকদার ও জেলা বিএনপি সাধারণ সম্পাদক সাইদুর প্রমুখ।

অনুষ্ঠানে ২৪ এর আন্দোলনে সিরাজগঞ্জে নিহত পরিবারের মাঝে আর্থিক সহায়তা প্রদান করা হয়।

সারাবাংলা/এসআর

ইকবাল হাসান মাহমুদ টুকু বিএনপি বিএনপির স্থায়ী কমিটির সদস্য রাজনীতি সারাবাংলা সিরাজগঞ্জ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর