বগুড়ায় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
২৩ ফেব্রুয়ারি ২০২৫ ১৯:১১
বগুড়া: বগুড়ার শিবগঞ্জ উপজেলার মোকামতলা এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইমরান হোসেন (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
রোববার (২৩ ফেব্রুয়ারি) সকালে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ইমরান হোসেন মোকামতলার কাশিপুর গ্রামের বাসিন্দা।
পুলিশ জানায়, সকালে ইমরানের বাড়ির পাশের বিদ্যুৎ ট্রান্সফরমার বিস্ফোরণ হয়। এ সময় ইমারন বাড়ির বিদ্যুৎ লাইন বন্ধ করতে মিটার বোর্ডের কাছে গেলে বিদ্যুতায়িত হয়। পরে তাকে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
মোকমতলা পুলিশ তদন্তকেন্দ্রের ইনচার্জ সারোয়ার পারভেজ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
সারাবাংলা/এসআর
ট্রান্সফরমার বিস্ফোরণ বগুড়া বিদ্যুৎস্পৃষ্ট বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু সারাবাংলা