Sunday 23 Feb 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘টেলিযোগাযোগের নতুন নেটওয়ার্ক কাঠামো বৈষম্যহীন ও স্বচ্ছ হবে’

সিনিয়র করেসপন্ডেন্ট
২৩ ফেব্রুয়ারি ২০২৫ ১৯:৩৫ | আপডেট: ২৩ ফেব্রুয়ারি ২০২৫ ২২:১২

নেটওয়ার্ক সংস্কার বিষয়ক কর্মশালা

ঢাকা: টেলিযোগাযোগ খাতের নেটওয়ার্ক ও লাইসেন্সিং কাঠামো সংস্কারের অংশ হিসেবে বিদ্যমান লাইসেন্সধারীদের মতামত গ্রহণের লক্ষ্যে দিনব্যাপী পরামর্শমূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) এ কর্মশালার আয়োজন করে।

রোববার (২৩ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর আগারগাঁওয়ে বিটিআরসি ভবনে অনুষ্ঠিত কর্মশালার সভাপতিত্ব করেন বিটিআরসির ইঞ্জিনিয়ারিং অ্যান্ড অপারেশন্স বিভাগের কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল ইকবাল আহমেদ।

বিজ্ঞাপন

কর্মশালায় বাংলাদেশ ব্যাংক, ন্যাশনাল টেলিকম মনিটরিং সেন্টার (এনটিএমসি), আর্মড ফোর্সেস ডিভিশন, টেলিযোযোগাযোগ অধিদফতর, বাংলাদেশ সামমেরিন ক্যাবলস লিমিটেড, বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেড, বাংলাদেশ টেলিকমিউনিকেশন কোম্পানি লিটিটেড (বিটিসিএল), মোবাইল অপারেটর, ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারর্স, আজিডব্লিউ অপারেটরস ফোরাম অব বাংলাদেশ, অ্যাসোসিয়েশন অব আইসিএক্স অপারেটরস বাংলাদেশ, টাওয়ার কোম্পানি, ন্যাশনওয়াইড টেলিকম ট্রান্সমিশন নেটওয়ার্ক (এনটিটিএন), ইন্টারকানেকশন এক্সচেঞ্জ (আইসিএক্স), ইন্টারন্যাশনাল ইন্টারনেট গেটওয়ে (আইআইজি), ন্যাশনাল ইন্টারনেট এক্সচেঞ্জ, টাওয়ার অপারেটর, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব কল সেন্টার অ্যান্ড আউটসোর্সিং (বাক্কো) এর প্রতিনিতিবৃন্দসহ বুয়েট, এমআইএসটি, নর্থ-সাউথ, ব্র্যাক ইত্যাদি বিশ্ববিদ্যালয়ের টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি বিশেষজ্ঞরা উপস্থিত ছিলেন।

স্বাগত বক্তব্যে বিটিআরসির ইঞ্জিনিয়ারিং অ্যান্ড অপারেশন্স বিভাগের কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল ইকবাল আহমেদ বলেন, ‘টেলিযোযোগাযোগ খাতের বিদ্যমান লাইসেন্স ও নেটওয়ার্ক কাঠামো খুবই জটিল, তাই এমন একটি নেটওয়ার্ক কাঠামো ডিজাইন করা দরকার যেখানে ডিজিটাল সেবাধানকারী প্রতিষ্ঠানসমূহ সহজভাবে তাদের সেবা প্রদানের পাশাপাশি নতুন নতুন প্রযুক্তির সঙ্গে খাপ খাইয়ে নিতে পারে।’

বিজ্ঞাপন

নতুন নেটওয়ার্ক কাঠামো বৈষম্যহীন, স্বচ্ছ, সহজলভ্য, ন্যূনতম মানদণ্ড নির্ধারণ এবং বহুমাত্রিক সেবা প্রদানের সুযোগ থাকবে উল্লেখ করে তিনি বলেন, ‘নতুন সংস্কারে আন্তর্জাতিক সর্বোত্তম অনুশীলন ও দেশের বিদ্যমান বাস্তবতাকে বিবেচনায় নেওয়া হবে।’

কর্মশালার অংশগ্রহণকারীরা চারটি দলে বিভক্ত হয়ে চারটি বিষয়ে চ্যালেঞ্জ ও সুপারিশ উপস্থাপন করেন- বিদ্যমান নেটওয়ার্ক কাঠামো সংস্কার, গ্রাহক পর্যায়ে সেবা প্রদান সংক্রান্ত, জাতীয় কানেক্টিভিটি সেবাপ্রদান সংক্রান্ত ও আন্তর্জাতিক কানেক্টিভিটি সেবা প্রদান সংক্রান্ত।

সারাবাংলা/ইএইচটি/এসআর

কর্মশালা টেলিযোগাযোগ লাইসেন্স নেটওয়ার্ক সংস্কার সারাবাংলা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর