Sunday 23 Feb 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নতুনে আগ্রহ কম, পুরাতন লেখকদের বইয়ে আগ্রহ বেশি

আহমেদ জামান শিমুল
২৩ ফেব্রুয়ারি ২০২৫ ২২:৪৭

কাকলী প্রকাশনী। ছবি: আহমেদ জামান শিমুল

ঢাকা: অমর একুশে বইমেলার ২৩তম দিন শেষ হলো। এখন পর্যন্ত মেলায় বই এসেছে ২ হাজারের বেশি। এত এত বইয়ের মধ্যে পাঠকদের আগ্রহ বেশি পুরাতন লেখকের বইয়ে- এমনটাই জানিয়েছেন প্রকাশকরা।

প্রকাশকরা বলছেন, পাঠক নতুন বই কিনছেন না তা নয়। তবে তাদের আগ্রহ বেশি পুরাতন লেখকদের বইয়ে।

অবসর প্রকাশনী, আগামী প্রকাশনী ও অনুপম প্রকাশনের স্টলের বিক্রয়কর্মীরা জানান তারা প্রত্যেকেই শতাধিক বই নতুন প্রকাশ করেছেন। তবে স্টলগুলো হুমায়ূন আহমেদসহ অন্যান্য লেখকদের পূর্বে প্রকাশিত বই বেশি বিক্রি হচ্ছে। নতুন লেখকদের প্রতি খুব একটা আগ্রহ দেখাচ্ছেন না তারা।

এবারের মেলায় কথা প্রকাশ থেকে ৮৫টি বই এসেছে। প্রকাশনাটির ইনচার্জ ইউনুস সারাবাংলাকে বলেন, ‘আমাদের প্রকাশিত বইয়ের মধ্যে প্রবন্ধ ও গবেষণার বই সবচেয়ে বেশি। এছাড়া গল্প-উপন্যাসও এসেছে। তবে এবার নতুন লেখকদের বইয়ের চেয়ে পুরাতন লেখকদের বইয়ে পাঠকদের আগ্রহ বেশি।’

ঐতিহ্যের কর্ণধার আব্দুল্লাহ আল নাঈম আরাফ জানান, তাদের প্রতিষ্ঠান থেকে ৩০০টি বই প্রকাশিত হয়েছে। সারাবাংলাকে তিনি বলেন, ‘কবিতা, অনুবাদ ও রচনাবলির ওপরে বই এবং উপন্যাস বেশি প্রকাশ হয়েছে। যারা মূল পাঠক তারা নতুন বই সম্পর্কে খোঁজ-খবর রাখেন। ফলে তারা এসে নতুন বই খোঁজেন। কিন্তু যারা মূলত শখের বসে বই কেনেন, তারা বই যেটা ভালো লাগে সেটিই কেনেন। বইমেলায় এদের সংখ্যা বেশি হওয়ায় পুরাতন বইয়ের বিক্রি বেশি।’

ইউপিএলের একজন বিক্রয়কর্মী সারাবাংলাকে বলেন, ‘আমরা মুক্তিযুক্তসহ বিভিন্ন বিষয়ে গবেষণামূলক বই প্রকাশ করি। আমাদের পাঠক সবসময় ওই বইগুলো কিনেন। এবার জুলাই আন্দোলন নিয়ে বেশকিছু বই করেছি আমরা। সে বইগুলো বেশ চলছে। তবে মুক্তিযুদ্ধ নিয়ে আমাদের আগে প্রকাশিত বইগুলোতে পাঠকের আগ্রহ বেশি।

বিজ্ঞাপন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রাফি চিরকুট প্রকাশনীর স্টলে বই কিনছিলেন। তিনি সারাবাংলাকে বলেন, ‘আমি মূলত থ্রিলার গল্পের পাঠক। কিন্তু এ বছর এখন পর্যন্ত আমার প্রিয় লেখকদেরও ভালো কোনো থ্রিলার পেলাম না। তাই অনেকটা বাধ্য হয়ে আগে যেগুলো পড়া হয়নি, কিন্তু পড়তে চেয়েছিলাম, সেরকম বই খুঁজে খুঁজে কিনছি।’

শনির আখড়া থেকে আসা শিক্ষার্থী নকীব সারাবাংলাকে বলেন, আমার প্রিয় লেখক হুমায়ূন আহমেদ। আমি আসলে যেখানে তার বই পাচ্ছি সেখান থেকেই কিনছি। তার লেখা ছাড়া অন্যদের লেখা ভালো লাগে না। তাই কেনা হয় না।’

সারাবাংলা/এজেডএস/পিটিএম

আগ্রহ আগ্রহ কম নতুন পাঠক পুরাতন বই বইমেলা ২০২৫

বিজ্ঞাপন

২২তম দিনে মেলায় নতুন বই ৬৭টি
২৩ ফেব্রুয়ারি ২০২৫ ২৩:৫১

ডিএসসিসিতে চলছে ‘ক্লিন সপ্তাহ-২০২৫’
২৩ ফেব্রুয়ারি ২০২৫ ২৩:১২

আরো

সম্পর্কিত খবর