Monday 24 Feb 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মধ্যরাতে সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা
পাচার হওয়া টাকায় দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে আ.লীগ

স্টাফ করেসপন্ডেন্ট
২৪ ফেব্রুয়ারি ২০২৫ ০৩:৫৬

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.)। ছবি: সংগৃহীত

ঢাকা: পাচার হওয়া টাকা ফিরিয়ে এনে আওয়ামী লীগের দোসররা দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.)।

সোমবার (২৪ ফেব্রুয়ারি) রাত ৩টা ৫ মিনিটে বারিধারা ডিওএইচএস-এ নিজ বাসায় জরুরি সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘আগামীকাল থেকে আইন-শৃঙ্খলা বাহিনীর টহল বাড়বে। যেখানেই ঘটনা ঘটবে সেখানেই ব্যবস্থা নেওয়া হবে। কাউকে ছাড় দেওয়া হবে না।’ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কারও গাফিলতি পাওয়া গেলে তার বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি।

জাহাঙ্গীর আলম বলেন, ‘আওয়ামী লীগ দেশকে অস্থিতিশীল করার সবধরনের চেষ্টা করছে। এ ক্ষেত্রে তারা প্রচুর টাকা ব্যবহার করছে। তবে আমরা শক্ত হাতে তাদের প্রতিহত করব। আওয়ামী লীগের যারা এসব কাজ করছে, তাদের ঘুম হারাম করে দেব।’

আওয়ামী লীগের দোসরদের কোনোভাবে ছাড় দেওয়া হবে না জানিয়ে তিনি বলেন, ‘আওয়ামী লীগ দিনে-রাতে কোথাও জায়গা পাবে না। আমরা টহল টিমকে কঠোরভাবে নির্দেশ দিয়েছি। তারা যদি কাজ করতে না পারে, তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।’

সারাবাংলা/পিটিএম

অস্থিতিশীল আওয়ামী লীগ চেষ্টা পাচার টাকা স্বরাষ্ট্র উপদেষ্টা

বিজ্ঞাপন

২২তম দিনে মেলায় নতুন বই ৬৭টি
২৩ ফেব্রুয়ারি ২০২৫ ২৩:৫১

আরো

সম্পর্কিত খবর