চ্যাম্পিয়নস ট্রফি
পাকিস্তানের ভাগ্য বাংলাদেশের হাতে
২৪ ফেব্রুয়ারি ২০২৫ ০৯:৫৩ | আপডেট: ২৪ ফেব্রুয়ারি ২০২৫ ১২:৫২
২৯ বছর পর দেশের মাটিতে আয়োজিত হচ্ছে আইসিসি টুর্নামেন্ট। চ্যাম্পিয়নস ট্রফি নিয়ে পাকিস্তানে উন্মাদনা ছিল তুঙ্গে। তবে মাঠের বাইরের সেই উন্মাদনা মিইয়ে গেছে দেশটির মাঠের পারফরম্যান্সে। নিউজিল্যান্ডের পর ভারতের কাছে হেরে গ্রুপ পর্ব থেকেই বিদায়ের পথে পাকিস্তান। সেমিতে যাওয়ার স্বপ্নটা কার্যত শেষ হয়ে যাওয়া পাকিস্তানের ভাগ্য এখন বাংলাদেশের হাতেই।
চ্যাম্পিয়নস ট্রফির উদ্বোধনী ম্যাচে নিউজিল্যান্ডের কাছে ৬০ রানে হেরে শুরুটা একেবারেই ভালো হয়নি পাকিস্তানের। দুবাইতে ভারতের বিপক্ষে বাঁচা মরার ম্যাচেও জ্বলে উঠতে পারেনি পাকিস্তান। কোহলির দুর্দান্ত এক সেঞ্চুরিতে ৬ উইকেটের সহজ জয় পেয়েছে ভারত।
এই মুহূর্তে দুই জয়ে ৪ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে আছে ভারত। এক ম্যাচে এক জয়ে ২ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে নিউজিল্যান্ড। এক ম্যাচে এক হারে শূন্য পয়েন্টে তৃতীয় স্থানে আছে বাংলাদেশ। দুই ম্যাচে দুই হারে শূন্য পয়েন্ট নিয়ে গ্রুপের তলানিতে আছে পাকিস্তান।
আজ রাওয়ালপিন্ডিতে গ্রুপ ‘এ’ এর গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি বাংলাদেশ ও নিউজিল্যান্ড। এই ম্যাচের ফলাফলের ওপরই নির্ভর করছে পাকিস্তানের টিকে থাকা। আজকের ম্যাচে নিউজিল্যান্ড জিতলে সেমিফাইনাল নিশ্চিত করবে কিউইরা। একই সাথে সেমিতে পৌঁছে যাবে ভারতও। গ্রুপ পর্ব থেকেই তখন বিদায় নেবে বাংলাদেশ ও পাকিস্তান।
পাকিস্তানের সেমিতে যাওয়ার স্বপ্ন নির্ভর করছে বাংলাদেশের ওপর। বাংলাদেশ আজ নিউজিল্যান্ডকে হারিয়ে দিলেই বেঁচে থাকবে পাকিস্তানের আশা। কেবলমাত্র তখনই গ্রুপ পর্বের শেষ দুই ম্যাচের ফলাফলে নির্ধারিত হবে দুই সেমিফাইনালিস্ট।
‘এ’ গ্রুপের শেষ ম্যাচে মুখোমুখি হবে ভারত-নিউজিল্যান্ড ও বাংলাদেশ-পাকিস্তান। নিউজিল্যান্ড যদি ভারতের কাছে হেরে যায় ও পাকিস্তান যদি বাংলাদেশকে বড় ব্যবধানে হারাতে পারে, তাহলে ভারতের সঙ্গী হয়ে সেমিতে উঠবে পাকিস্তান। নিজেদের ম্যাচে হেরে গেলে কিংবা অল্প ব্যবধানে বাংলাদেশকে হারালে সেমিতে ওঠা হবে না পাকিস্তানের।
নিউজিল্যান্ড ও বাংলাদেশ দুই দলই যদি জেতে, তাহলে তাদের পয়েন্ট হবে ৪। সেক্ষেত্রে রান রেটে এগিয়ে থাকা দলই ভারতের সঙ্গে সেমিফাইনালে উঠবে।
সারাবাংলা/এফএম