Wednesday 16 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গাজীপুরে শিক্ষার্থীদের আন্দোলন, ঢাকা থেকে ট্রেন ছাড়বে বিলম্বে

স্পেশাল করেসপন্ডেন্ট
২৪ ফেব্রুয়ারি ২০২৫ ১৫:১৫ | আপডেট: ২৪ ফেব্রুয়ারি ২০২৫ ১৬:০৩

ঢাকা: বাংলাদেশ ডিজিটাল ইউনিভার্সিটির নাম পরিবর্তনের দাবিতে গাজীপুরের কালিয়াকৈর হাইটেক রেলস্টেশন এলাকায় রেললাইন অবরোধ করেছেন শিক্ষার্থীরা। যে কারণে সোমবার (২৪ ফেব্রুয়ারি) ঢাকা থেকে উত্তরবঙ্গের ট্রেন ছাড়তে দেরি হবে বলে জানিয়েছে বাংলাদেশ রেলওয়ে।

সোমবার (২৪ ফেব্রুয়ারি) সকাল সোয়া ৯টার দিকে ইউনিভার্সিটির নাম পরিবর্তন করে গাজীপুর ডিজিটাল ইউনিভার্সিটি করার দাবিতে রেললাইন অবরোধ করে বিক্ষোভ শুরু করেন শিক্ষার্থীরা। রেললাইন অবরোধের কারণে ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের ট্রেন চলাচল বন্ধ রয়েছে। গাজীপুর ও টাঙ্গাইলের বিভিন্ন স্টেশনে একতা এক্সপ্রেস, চাঁপাই মেইল ও কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেন থেমে রয়েছে।

বিজ্ঞাপন

এ পরিস্থিতিতে বাংলাদেশ রেলওয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, শিক্ষার্থীদের আন্দোলনের কারণে ঢাকা থেকে ট্রেন ছাড়তে দেরি হবে। ঢাকা রেলওয়ে স্টেশন ম্যানেজার শাহাদাত হোসেন সারাবাংলাকে বলেন, শিক্ষার্থীদের লাইন অবরোধের কারণে গাজীপুরে কয়েকটা ট্রেন আটকে আছে। লাইন ক্লিয়ার হলে ট্রেন চলাচল পুরোপুরি স্বাভাবিক হবে।

কমলাপুর রেলওয়ে স্টেশন সূত্রে জানা গেছে, সিল্কসিটি এক্সপ্রেস দুপুর ১টা ৩০ মিনিটে ছেড়ে যাওয়ার কথা থাকলেও সেটি সময়মতো স্টেশন ছেড়ে যেতে পারবে না। বনলতা এক্সপ্রেস দুপুর ২টা ৩০ মিনিটে ছাড়ার কথা থাকলেও সেটিও বিলম্ব হবে। এছাড়া কারিগরি ত্রুটির কারণে জয়ন্তিকা এক্সপ্রেস দুই ঘণ্টা বিলম্বেও স্টেশন ছাড়তে পারেনি।

সারাবাংলা/জেআর/এনজে

গাজীপুর ট্রেন বিলম্ব বিক্ষোভ রেললাইন শিক্ষার্থী

বিজ্ঞাপন

জলকেলিতে মাতোয়ারা পাহাড়িরা
১৭ এপ্রিল ২০২৫ ০০:৩১

আরো

সম্পর্কিত খবর