Monday 24 Feb 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নোয়াখালীতে অস্ত্রসহ বিএনপি নেতা আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৪ ফেব্রুয়ারি ২০২৫ ১৫:১৮ | আপডেট: ২৪ ফেব্রুয়ারি ২০২৫ ১৫:১৯

আবুল হোসেন বাহার বসুরহাট পৌরসভা ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক

নোয়াখালী: নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় অস্ত্রসহ আবুল হোসেন বাহার (৪৮) নামে বিএনপির এক নেতাকে আটক করেছে যৌথ বাহিনী। তিনি বসুরহাট পৌরসভার ৬নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক।

সোমবার (২৪ ফেব্রুয়ারি) ভোরে বসুরহাট পৌরসভার ৬নম্বর ওয়ার্ডের চৌকিদারবাড়ি থেকে তাকে আটক করা হয়। তিনি মৃত নূর মিয়ার ছেলে।

নোয়াখালী সেনা ক্যাম্পের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রিফাত আনোয়ার অস্ত্রসহ আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে আবুল হোসেন বাহারকে অস্ত্র-গুলিসহ আটক করা হয়েছে। পরে তাকে কোম্পানীগঞ্জ থানায় সোপর্দ করা হয়। আটকের সময় তার কাছ থেকে একটি পিস্তল, একটি একনলা বন্দুক ও একটি কার্তুজ জব্দ করা হয়েছে।

পুলিশ জানায়, আবুল হোসেন বাহারের ছেলে বাঁধন বর্তমানে প্রবাসে আছেন। তিনি দেশে থাকার সময় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাদের সঙ্গে চলাফেরা করতেন এবং অস্ত্র নিয়ে বিভিন্ন স্থানে মহড়া দিতেন। ছেলে বিদেশ যাওয়ার সময় সেই অস্ত্র বাবা আবুল হোসেন বাহারের কাছে রেখে যান। পরে পিতা বাহারও সেই অস্ত্র দিয়ে এলাকায় সন্ত্রাস-চাঁদাবাজি করতেন।

বসুরহাট পৌর বিএনপির সভাপতি আবদুল মতিন লিটন বলেন, ‘আবুল হোসেন বাহার বসুরহাট পৌরসভা ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক। তিনি বসুরহাট বাজার কলেজ রোডে ওয়ার্কশপের ব্যবসা করে। অস্ত্রসহ বাহারকে আটক করার বিষয়টি শুনেছি। আমি আর কিছু জানি না।’

কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) গাজী মুহাম্মদ ফৌজুল আজিম বলেন, ‘পুলিশ বাদী হয়ে আবুল হোসেন বাহারের বিরুদ্ধে অস্ত্র আইনে একটি মামলা করেছেন। তাকে বিকেলে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হবে।

বিজ্ঞাপন

সারাবাংলা/এইচআই

নোয়াখালী বিএনপি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর