১৩ কলেজ শিক্ষকের বিরুদ্ধে মামলা: প্রত্যাহারের দাবিতে মহাসড়ক অবরোধ
২৪ ফেব্রুয়ারি ২০২৫ ১৬:৪৪
কুষ্টিয়া: কুষ্টিয়া সরকারি কলেজের ১৩ শিক্ষকের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলার প্রতিবাদ ও মামলা প্রত্যাহারের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ শিক্ষার্থীরা। আগামীকাল ফের সড়ক অবরোধের ডাক দেয় তারা।
সোমবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে কুষ্টিয়া মজমপুর গেটে কুষ্টিয়া-ঝিনাইদহ-পাবনা মহাসড়ক অবরোধ করে শিক্ষার্থীরা।
শিক্ষার্থীদের অভিযোগ, শিক্ষকরাজনীতির হীন চক্রান্তে একটি কুচক্রী মহল পুলিশের সঙ্গে যোগসাজশে মামলাবাজির ব্যবসা করতেই এই মামলা করেছে। এতে শিক্ষাজীবনকে অনিশ্চিত অন্ধকারে ঠেলে দেওয়াসহ কলেজ ক্যাম্পাসকে অস্থিতিশীল করে শিক্ষার পরিবেশ ধ্বংসের কাজে লিপ্ত রয়েছে তারা।
শিক্ষার্থীরা বলেন, অবিলম্বে ষড়যন্ত্র ও হয়রানিমূলক মামলা প্রত্যাহার করতে হবে। নয়তো দাবি আদায়ে লাগাতার ক্লাস-পরীক্ষা বর্জনসহ কঠোর কর্মসূচি দেওয়া হবে। এ সময় আগামীকাল ১০টায় ফের সড়ক অবরোধের ঘোষণা দেন শিক্ষার্থীরা।
কুষ্টিয়া সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক মোল্লাহ মোহাম্মদ রুহুল আমিন মামলার ঘটনাকে সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তার কাণ্ডজ্ঞানহীন ও কুচক্রী মহলের নিন্দনীয় কাজের ফল চিহ্নিত করে বলেন, অবিলম্বে এর একটা সুরাহা করতে হবে। একই সঙ্গে এ–জাতীয় নিন্দনীয় কাজে যারা জড়িত, তাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিও জানান তিনি।
উল্লেখ্য, গত ৫ আগস্ট বিকেলে হত্যাচেষ্টার অভিযোগে দীর্ঘ প্রায় সাড়ে ছয় মাস পর চলতি বছরের ১১ ফেব্রুয়ারি কুষ্টিয়া সরকারি কলেজের ১৩ জন শিক্ষকসহ মোট ২১জনের নাম উল্লেখ ও আটজনকে অজ্ঞাতনামা আসামি করে কুষ্টিয়া মডেল থানায় একটি হত্যাচেষ্টা মামলা দায়ের করেন শেখ সবুজ রহমান নামের এক ব্যক্তি। সবুজ কুষ্টিয়া শহরের কুঠিপাড়া এলাকার জান মোহাম্মদ জানু শেখের ছেলে।
সারাবাংলা/এসআর
কুষ্টিয়া প্রত্যাহারের দাবি বিক্ষোভ মহাসড়ক অবরোধ শিক্ষকের বিরুদ্ধে মামলা সারাবাংলা