Monday 24 Feb 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কক্সবাজারে বিমানবাহিনীর ঘাঁটিতে হামলা, সংঘর্ষে নিহত ১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৪ ফেব্রুয়ারি ২০২৫ ১৭:০৩ | আপডেট: ২৪ ফেব্রুয়ারি ২০২৫ ১৮:২০

কক্সবাজারে বিমানবাহিনীর নির্মাণাধীন ঘাঁটিতে দুর্বৃত্তদের হামলা। ছবি: সংগৃহীত

কক্সবাজার: কক্সবাজার বিমানবন্দরের পশ্চিম পাশে বিমানবাহিনীর নির্মাণাধীন ঘাঁটিতে দুর্বৃত্তরা হামলা চালিয়েছে। এ সময় সংঘর্ষে এক যুবক নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে ছয়জন।

সোমবার (২৪ ফেব্রুয়ারি) বেলা ১২ টার দিকে কক্সবাজার পৌরসভার সমিতি পাড়ায় এ ঘটনা ঘটে। নিহত শিহাব কবির নাহিদ (৩০) একই এলাকার নাছির উদ্দিনের ছেলে। তিনি পেশায় একজন ব্যবসায়ী। তবে আহতদের নাম ও পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

বিজ্ঞাপন

প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা সাড়ে ১১টার দিকে সমিতিপাড়ার পার্শ্ববর্তী কুতুবদিয়া পাড়ার জাহেদ হোসেন নামের এক তরুণের হেলমেট পরা নিয়ে কর্তব্যরত বিমানবাহিনীর সদস্যদের কথা-কাটাকাটি হয়। এর সূত্র ধরে বিমানবাহিনীর নির্মাণাধীন ঘাঁটি ও সদস্যদের ওপর ইটপাটকেল নিক্ষেপ শুরু হয়। থেমে থেমে আধা ঘণ্টা ধরে চলা ওই পালটাপালটি ধাওয়ায় ঘটনায় বেশ কয়েক রাউন্ড গুলির শব্দ শোনা যায়। এ সময় আহত হন শিহাব কবির নাহিদ। স্থানীয়রা শিহাবকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সংঘর্ষের বিষয়টি নিশ্চিত করে কক্সবাজারের জেলা প্রশাসক মোহাম্মদ সালাউদ্দিন বলেন, ‘এ ঘটনায় একজন নিহত ও আরও বেশ কয়েকজন আহত হয়েছেন। ঘটনার সূত্রপাত কীভাবে তা জানা যায়নি। তবে উভয়পক্ষের সঙ্গে আলোচনা করে ব্যবস্থা নেওয়া হবে।’

এ নিয়ে আইএসপিআর জানিয়েছে, কক্সবাজারের বিমানবাহিনী ঘাঁটিসংলগ্ন সমিতি পাড়ার কিছু দুর্বৃত্ত তাদের ওপর অতর্কিত হামলা চালিয়েছে। পরে এ ব্যাপারে বাংলাদেশ বিমানবাহিনী প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে।

কক্সবাজার সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ইলিয়াস খান বলেন, ‘পরিস্থিতি এখন স্বাভাবিক। ঘটনাস্থলে ৫০-৬০ জন পুলিশ সদস্য রয়েছেন। হেলমেটবিহীন মোটরসাইকেল আরোহী একজনকে বিমানবাহিনীর তল্লাশিচৌকিতে জিজ্ঞাসাবাদকে কেন্দ্র করে হামলার ঘটনা ঘটেছে বলে জানা গেছে।’

বিজ্ঞাপন

কক্সবাজার সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) সাবোক্তগীন মাহমুদ বলেন, ‘দুপুরে হাসপাতালে আনার কয়েক মিনিটের মধ্যে শিহাব মারা যান। আঘাতে তার মাথার পেছনের অংশ (খুলি) উড়ে গেছে। গুলিতে নাকি ইটপাটকেলের আঘাতে মাথায় জখম হয়েছে, তা এখন নিশ্চিত করে বলা যাচ্ছে না। ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে রাখা হয়েছে।’

সারাবাংলা/পিটিএম

কক্সবাজার বিমানঘাঁটি যুবক নিহত

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর