Monday 21 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে মশাল মিছিল কাল

স্টাফ করেসপন্ডেন্ট
২৪ ফেব্রুয়ারি ২০২৫ ১৯:০৫ | আপডেট: ২৪ ফেব্রুয়ারি ২০২৫ ২০:০৯

স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবিতে নারী শিক্ষার্থীদের পদযাত্রা আটকে দেয় পুলিশ। ছবি: সারাবাংলা

ঢাকা: স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগসহ ৯ দফা দাবি ২৪ ঘণ্টার মধ্যে বাস্তবায়ন না হলে আগামীকাল মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্দেশে মশাল মিছিল করার ঘোষণা দিয়েছেন নারী শিক্ষার্থীরা।

সোমবার (২৪ ফেব্রুয়ারি) বিকেল ৪টার দিকে শিক্ষাভবন মোড়ে অবস্থান নিয়ে ‘ধর্ষণ ও নিপীড়নের বিরুদ্ধে বাংলাদেশ’ ব্যানারে আন্দোলনকারীরা এ আলটিমেটাম দেন।

এদিন দুপুর আড়াইটার দিকে কেন্দ্রীয় শহিদ মিনার থেকে এ পদযাত্রা শুরু হয়। পরে ৩টা ৫ মিনিট রাজধানীর শিক্ষাভবন মোড়ে গেলে পুলিশের বাধার মুখে পড়েন আন্দোলনকারীরা। তারা শিক্ষাভবন মোড়ে যাওয়ার আগেই পুলিশ ব্যারিকেড দিলে আন্দোলনকারীরা তা সরিয়ে ফেলেন।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আদ্রিতা রয় বলেন, ‘আমরা এখানে যারা আছি, আমরা প্রত্যেকে গণঅভ্যুত্থানের অংশীদার, গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারী। স্বরাষ্ট্র উপদেষ্টা আমাদের রক্তের ওপর দাঁড়িয়ে আছেন। কিন্তু তিনি তার দায়িত্ব পালনে সম্পূর্ণ ব্যর্থ। এমন পরিস্থিতিতে ধর্ষণ ও নিপীড়নের বিরুদ্ধে বাংলাদেশ প্ল্যাটফর্ম থেকে কঠোর কর্মসূচি ঘোষণা করা ছাড়া আর কোনো পথ নেই। আগামী ২৪ ঘণ্টার মধ্যে স্বরাষ্ট্র উপদেষ্টাকে তার ব্যর্থতার জন্য জাতির কাছে ক্ষমা চেয়ে পদত্যাগ করতে হবে। তা না হলে আমরা আগামীকাল রাজু ভাস্কর্য থেকে আমাদের সর্বোচ্চ জনবল নিয়ে মশাল মিছিল বের করব।’

পদযাত্রা শুরুর আগে শহিদ মিনারে ধর্ষণ ও নিপীড়ন বিরোধী সংক্ষিপ্ত সমাবেশ করা হয়। এ সময় বিভিন্ন প্রতিবাদী স্লোগান দেওয়া হয়। এর মধ্যে ছিল ‘পুরুষের ক্ষমতা, ভেঙে হোক সমতা’, ‘নারী থেকে নারীতে ছুঁয়ে যাক প্রতিবাদ’। ৯ দফা দাবির মধ্যে আরও রয়েছে- সারাদেশে অব্যাহত ধর্ষণ, নারী নিপীড়ন, চুরি, ডাকাতি, ছিনতাই বন্ধে কার্যকর পদক্ষেপ নিতে হবে।

বিজ্ঞাপন

সারাবাংলা/এমএইচ/পিটিএম

কাল টপ নিউজ মশাল মিছিল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর