Monday 24 Feb 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ধর্ষণের সর্বোচ্চ শাস্তি ও সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৪ ফেব্রুয়ারি ২০২৫ ১৯:২৯ | আপডেট: ২৪ ফেব্রুয়ারি ২০২৫ ১৯:৩৩

নীলফামারীতে বিক্ষোভ মিছিল। ছবি: সারাবাংলা

নীলফামারী: ধর্ষণে জড়িত ব্যক্তিদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা ও সকল ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধের দাবিতে নীলফামারীতে বিক্ষোভ মিছিল করেছে সাধারণ শিক্ষার্থীরা।

সোমবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে নীলফামারী শহরের কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শিক্ষার্থীদের একটি বিশাল বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় শহিদ মিনারে এসে শেষ হয়। এরপর সেখানে এক প্রতিবাদ সভার আয়োজন করা হয়।

বিজ্ঞাপন

সভায় বক্তব্য দেন নীলফামারী বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলনের আহ্বায়ক সৈয়দ মেহেদী হাসান আসিক, সদস্য সচিব আলিফ সিদ্দিকী প্রান্তর ও ছাত্র প্রতিনিধি শ্রেষ্ঠ সরকার প্রমুখ।

সভায় বক্তারা বলেন, ‘দেশের বিভিন্ন স্থানে ধর্ষণ, সন্ত্রাস ও অনিয়মের ঘটনা বেড়েই চলেছে। আমরা এসব অন্যায়ের বিরুদ্ধে কঠোর শাস্তির দাবি জানাই। যারা ধর্ষণ ও সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত, তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। একইসঙ্গে যারা জুলাই অভ্যুত্থান ও অন্তর্বর্তীকালীন সরকারকে ব্যর্থ করতে অপচেষ্টা চালাচ্ছে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নিতে হবে।’

বক্তারা আরও বলেন, ‘দেশের প্রতিটি নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করা সরকারের দায়িত্ব। কিন্তু সাম্প্রতিক সময়ে দেখা যাচ্ছে, অপরাধীরা বারবার আইনের ফাঁক গলে বেরিয়ে যাচ্ছে। আমরা চাই, ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি কার্যকর করা হোক এবং সন্ত্রাসী কার্যক্রম কঠোরভাবে দমন করা হোক।’

সারাবাংলা/এসআর

নীলফামারী বিক্ষোভ মিছিল সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধের দাবি সারাবাংলা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর