Wednesday 13 Aug 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

খুলনায় পাউবো’র ২ প্রকৌশলীসহ তিনজনের বিরুদ্ধে দুদকের মামলা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৪ ফেব্রুয়ারি ২০২৫ ১৯:২৭

দুদক

খুলনা: খুলনায় পানি উন্নয়ন বোর্ডের যান্ত্রিক বিভাগের ওয়ার্কশপের একটি প্রকল্পের কাজ সম্পূর্ণ বাস্তবায়ন না করে ফাইনাল বিল দাখিল করে অর্থ আত্মসাৎ এর অভিযোগে দুইজন প্রকৌশলীসহ তিনজনের নামে মামলা দায়ের করেছে দুদক।

সোমবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে দুনীতি দমন কমিশন সম্বনিত জেলা কার্যালয়ে এ মামলা দায়ের করা হয়।

মামলার আসামিরা হলেন -ঠিকাদার আনোয়ার হোসেন বাবুল, পানি উন্নয়ন বোর্ডের যান্ত্রিক বিভাগের উপবিভাগীয় প্রকৌশলী সুব্রত অগ্নিহোত্র ও উপ-সহকারী প্রকৌশলী মো. রায়হান আলী।

মামলার বাদী দুদকের সহকারী পরিচালক মাহমুদুল হাসান শুভ্র জানান, গত ২১ জানুয়ারি অভিযোগের প্রেক্ষিতে দুদকের চার সদস্যের অ্যানফোর্সমেন্ট টিম ঘটনাস্থল পরিদর্শন করেন। কাজের দাখিলকৃত ফাইনাল বিল অনুযায়ী ৭টি আইটেমের কাজ সম্পাদন বাবদ প্রায় ৩৩ লাখ টাকার বিল জমা করা হয়। টিমের সঙ্গে থাকা বিশেষজ্ঞ প্রকৌশলীর প্রতিবেদন অনুযায়ী কাজ হয়েছে মাত্র ২ লাখ ৯ হাজার ৮৫৩ টাকার।

বিজ্ঞাপন

তিনি আরও জানান, ইতোমধ্যেই ঠিকাদার ১৫ লাখ টাকার বিল উত্তোলন করেছেনস। কাজের বিলের অবশিষ্ট প্রায় ১৮ লাখ টাকা আত্মসাতের প্রচেষ্টা করায় তাদের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে।

সারাবাংলা/এইচআই

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর