Monday 24 Feb 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শিক্ষার্থীদের নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ ২৮ ফেব্রুয়ারি

স্টাফ করেসপন্ডেন্ট
২৪ ফেব্রুয়ারি ২০২৫ ২০:০৬ | আপডেট: ২৪ ফেব্রুয়ারি ২০২৫ ২১:৫১

নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিস আলম। ছবি: সংগৃহীত

ঢাকা: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির উদ্যোগে নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ আগামী ২৮ ফেব্রুয়ারি। ওই দিন বিকেল ৩টায় জাতীয় সংসদ ভবনসংলগ্ন মানিক মিয়া অ্যাভিনিউয়ে নতুন রাজনৈতিক দলের ঘোষণা দেওয়া হবে।

সোমবার (২৪ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৭টায় রাজধানীর বাংলামোটরে জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিস আলম।

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘হাসিনার দুঃশাসনের পতনের পর নতুন বাংলাদেশের মানুষের দাবি হচ্ছে শক্তিশালী একটি নতুন রাজনৈতিক দল। জুলাই স্পিরিটকে সামনে রেখে আমরা যে স্বপ্ন দেখেছি সেই কাঙ্ক্ষিত বাংলাদেশ আগামীর প্রজন্মকে উপহার দেওয়া আমাদের কাছে একটি আমানত। আমরা এই লড়াইটি করে যেতে চাই। সেই লড়াইকে সামনে রেখে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি ঐক্যবদ্ধভাবে আত্মপ্রকাশ করতে যাচ্ছে। আগামী ২৮ ফেব্রুয়ারি বিকেল ৩টায় জাতীয় সংসদ ভবনসংলগ্ন মানিক মিয়া অ্যাভিনিউয়ে নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ করতে যাচ্ছি।’

সারজিস আলম বলেন, ‘নতুন রাজনৈতিক দলের অনুষ্ঠানে দেশের সব রাজনৈতিক দল, শহিদ পরিবার ও আহত যোদ্ধা, দেশি-বিদেশি কূটনৈতিক ব্যক্তি, যুগের পর যুগ ধরে নির্যাতিত যেসব যোদ্ধারা রয়েছে এবং গণঅভ্যুত্থানে সক্রিয়ভাবে অংশগ্রহণ করা সকল ছাত্র জনতা ও প্রবাসী যারা ভূমিকা রেখেছেন তাদের প্রতিনিধিসহ ধর্ম-বর্ণ নির্বিশেষে বাংলাদেশের সকল মানুষের অংশগ্রহণ থাকবে। আগামী ২৮ ফেব্রুয়ারি বাংলাদেশের ইতিহাসে নবদিগন্তের আরেকটি অধ্যায় ও সাক্ষী হতে যাচ্ছে।’

জাতীয় নাগরিক কমিটির সদস্য সচিব আক্তার হোসেন বলেন, ‘সারাদেশে আমরা নতুন রাজনৈতিক দল নিয়ে জনমত জরিপ করেছি। নতুন দলের নাম ও প্রতীক কী হতে পারে এ বিষয়ে আমরা জানতে চেয়েছি। দুই লাখের বেশি মানুষ জরিপে অংশ নেন। জরিপে প্রথমেই মানুষ একটি বিষয় আইডেন্টিফাই করেছে, সেটি হলো দুর্নীতি বন্ধ করতে হবে। দুর্নীতিবাজদের আইনের আওতায় আনতে হবে। তারা সুশাসন প্রতিষ্ঠা ও সংস্কারের বিষয়েও কথা বলেছেন।’

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, ‘নতুন দলের মাধ্যমে মানুষের যেসব প্রত্যাশা রয়েছে আমরা তা পূরণ করার চেষ্টা চালিয়ে যাব। দলে নেতৃত্ব নির্বাচনে সততা ও আদর্শের কথা বলেছেন সবাই। একনায়ক ও পরিবারতন্ত্র যেন দলে না আসে সে বিষয়ে কথা বলেছেন সাধারণ মানুষ। জরিপে মানুষ নতুন রাজনৈতিক দলের জন্য কয়েকটি নাম তারা প্রস্তাব করেছেন, সেগুলো হলো- জনতার দল, নতুন বাংলাদেশ পার্টি, বিপ্লবী দল, নাগরিক শক্তি, ছাত্র-জনতা পার্টি, বাংলাদেশ বিপ্লবী পার্টি, রিপাবলিক পার্টিসহ ৩০টি নাম। আমরা এই নামগুলো পর্যালোচেনা করেছি।’

সংবাদ সম্মেলনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে আত্মপ্রকাশ করতে যাওয়া নতুন রাজনৈতিক দলের শীর্ষ ছয়টি পদে কারা আসছেন, তা অনেকটাই চূড়ান্ত হয়েছে বলে জানা গেছে। জুলাই গণ-অভ্যুত্থানের সময় সামনের সারিতে থাকা ছাত্রনেতারাই নতুন রাজনৈতিক দলের শীর্ষ পদগুলোতে আসছেন।

সারাবাংলা/এমএইচ/পিটিএম

আত্মপ্রকাশ টপ নিউজ নতুন রাজনৈতিক দল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর